Wednesday, November 26, 2025
রাজ্য​

ভুয়োদের তালিকায় নাম, বিয়ের পরের দিনই চাকরি খোয়ালেন বর, ‘আদৌ ফুলশয্যা হবে তো’, তোলপাড় সোশ্যাল মিডিয়া

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদালতে নির্দেশে ভুয়ো চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন এসএসসি। তালিকায় সদ্য বিবাহিতের নাম। যাকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বইছে মিমের বন্যা। বৃহস্পতিবার বিয়ে করেছিলেন ওই যুবক। এদিকে, শুক্রবার আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন। শনিবার বৌ ভাত। এই পরিস্থিতিতে নেটিজেনদের কটাক্ষ, “ফুলশয্যা নয় কন্টকশয্যা হবে।” কেউ আবার লিখেছেন, ‘আদৌ ফুলশয্যা হবে তো’?

এসএসসির প্রকাশ করা তালিকায় সদ্য বিবাহিত প্রণব রায়ের নাম রয়েছে। প্রণব জলপাইগুড়ির মাল মহকুমার ক্রান্তি ব্লকের গোলাবাড়ি এলাকার বাসিন্দা। ২০১৭ সালে এসএসসির গ্রুপ সি পদে চাকরি পান তিনি। ক্রান্তি ব্লকেরই রাজডাঙা এলাকার পেন্দা মহহ্মদ হাই স্কুলে করণিক পদে নিযুক্ত ছিলেন।