খোদ অভিষেকের সভায় অনুপস্থিত ২ বিধায়ক, জল্পনা তুঙ্গে
ডায়মন্ড হারবার: একের পর এক নেতার ‘বেসুরো’ হওয়ায় একুশের বিধানসভা ভোটের আগে কার্যত মহা মুশকিলে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) সভায় অনুপস্থিত তৃণমূলের দুই বিধায়ক। সভায় গরহাজির থাকা ওই দুই বিধায়ক হলেন- ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার ও মহেশতলার বিধায়ক দুলাল দাস।
খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় দুই বিধায়কের অনুপস্থিতির কারণে জল্পনা ছড়িয়েছে। যা রীতিমতো তৃণমূল শিবিরের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে তাহলে ওই দুই বিধায়ক কি যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে? সেই জল্পনা উড়িয়ে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ওই ২ বিধায়কই শারীরিক অসুস্থতার কারণে এদিনের সভায় উপস্থিত হতে পারেননি। তাঁরা যে সভায় উপস্থিত থাকে পারবেন না সে কথা আগেই দলকে জানিয়ে দেন বলেও দাবি করেন তৃণমূল নেতা জাহাঙ্গির খান।
প্রসঙ্গত, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট বিধায়ক সংখ্যা সাতজন। এর মধ্যে ফলতার বিধায়ক তমনাশ ঘোষ করোনায় মারা গিয়েছেন। বাকি ৬ জন বিধায়ক হলেন ডায়মন্ড হারবারের দীপক হালদার, বিষ্ণুপুরের দিলীপ মন্ডল, সাতগাছিয়ার সোনালি গুহ, বজবজের অশোক দেব, মহেশতলার দুলাল দাস ও মেটিয়াবুরুজের আব্দুল খালেদ মোল্লা।
উল্লেখ্য, রবিবার ডায়মন্ড হারবারের জনসভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে ‘উপসর্গহীন ভাইরাস’, ‘বেইমান’ বলে কটাক্ষ করেন অভিষেক।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

