Monday, November 17, 2025
রাজ্য​

দাঁতনে শুভেন্দু অধিকারীর জনসভায় জনসমুদ্র

মেদিনীপুর: রবিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জনসভা করার আগে সাড়ে ৩ কিলোমিটার পথ জুড়ে রোড শো করেন সদ্য তৃণমূল ত্যাগ করা এই নেতা। রোড শো করতে করতে এদিন বিকাল নেমে আসে। শীতের সন্ধ্যা হওয়া সত্বেও শুভেন্দু অধিকারীর সভা ছেড়ে একচুলও নড়েনি বিজেপি কর্মী–সমর্থকরা।

এদিন শুভেন্দু অধিকারী রোড শো’তেও জনজোয়ার দেখা দেয়। সে প্রসঙ্গে বিরোধীদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‌এ তো সবে ট্রেলার, সিনেমা এখনও বাকি। রোড শো’র সময় রাস্তার দু’ধারের বাড়ির ছাদ, বারান্দায় মানুষের ভিড় দেখা যায়। তবে ১.৫ কিলোমিটার রাস্তা যাওয়ার পরেই বিগড়ে যায় শুভেন্দুর ট্যাবলো। তাই পায়ে হেঁটেই বাকি এক কিলোমিটার রাস্তা যান শুভেন্দু অধিকারী। এ বিষয়েশুভেন্দু অধিকারী বলেন, এর চেয়ে বড় মিছিল বা বেশি কিলোমিটার হাঁটা তাঁর অভ্যাস আছে।

এদিকে, ডায়মন্ড হারবারের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে ‘‌বিশ্বাসঘাতক’, ‘বেইমান’ বলে আক্রমণ করেন।তবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, সৌগত রায় থেকে শুরু করে রাজ্যের শাসকদল তৃণমূলের নেতামন্ত্রীরা শুভেন্দুকে একের পর এক আক্রমণ করে চলেছেন। তার জবাবে এদিন শুভেন্দু বলেন, আমি একে একে মন্ত্রীত্ব, বিধায়ক পদ আর পরে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ ভোটার হয়েছি। একজন সাধারণ ভোটার যে কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারে।

তাঁর কথায়, তৃণমূল ভবনে বসে তৃণমূলের এক সাংসদ বলছেন, মেদিনীপুরে নাকি বিশ্বাসঘাতকদের জন্মগ্রহণ হয়। আমি বলি, বর্ণপরিচয়ের শ্রষ্টা বিদ্যাসাগরের জন্ম এখানে। তিনি বর্ণপরিচয় না বের করলে নিজের নাম পরিবারের নাম লিখতে পারতেন না। মেদিনীপুরে ক্ষুদিরাম বাসু, মাতঙ্গিনী হাজরারা জন্ম।

এদিনের রোড–শোতে শুভেন্দু স্লোগান দেন, তোলাবাজ ভাইপো হঠাও, আমফানের টাকা চোর হঠাও, একশো দিনের টাকা চোর হঠাও, প্রধানমন্ত্রীর আবাস যোজনার কাটমানিখোর হঠাও।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।