Sunday, January 18, 2026
Latestরাজ্য​

PM Modi visit West Bengal: ২ দিনের পশ্চিমবঙ্গ সফরে মোদী, শনিবার মালদা ও রবিবার সিঙ্গুরে জনসভা, ৪ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার দু’দিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় একাধিক উন্নয়ন প্রকল্পের উপহার নিয়ে হাজির হচ্ছেন তিনি। আগামী ১৭ ও ১৮ তারিখে মালদা ও হুগলির সিঙ্গুরে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে ৪ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের সূচনা ও উদ্বোধন করবেন তিনি।

শনিবার ১৭ তারিখ প্রধানমন্ত্রী থাকবেন মালদায়। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ মালদা স্টেশনে দেশের প্রথম হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ মালদা সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে বালুরঘাট–হিলি নতুন রেললাইন, শিলিগুড়ি লোকো শেডের উন্নয়ন, জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ। পাশাপাশি কোচবিহার–বামনহাট ও নতুন কোচবিহার–বক্সিরহাট রুটে ইলেকট্রিক লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ৪টি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনাও করবেন তিনি।

রবিবার ১৮ তারিখ প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে হুগলির সিঙ্গুরে। সেখানে ৮৩০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বালাগড়ে বর্ধিত বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, যার মধ্যে রোড ওভার ব্রিজ প্রকল্পও অন্তর্ভুক্ত। পাশাপাশি জয়রামবাটি–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই রেলপথটি তারকেশ্বর–বিষ্ণুপুর নতুন রেললাইন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে নতুন ট্রেন পরিষেবারও সূচনা হবে, যার একটি স্টপ থাকবে বড়গোপীনাথপুরে। ফলে বাঁকুড়া জেলা সরাসরি নতুন রেল সংযোগ পাবে।

প্রধানমন্ত্রীর সফরের আগেই শুক্রবার রাতে নিজের এক্স হ্যান্ডলে বাংলায় পোস্ট করেন নরেন্দ্র মোদী। পোস্টে মোদী লিখেছেন, “আগামীকাল বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাবার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার।”

প্রধানমন্ত্রী লিখেছেন, “আগামীকাল, ১৭ জানুয়ারি আমি পশ্চিমবঙ্গে থাকব। মালদায় একটি অনুষ্ঠানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস হবে। এছাড়াও, আগামীকালের অনুষ্ঠানে হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে—এতে আমি অত্যন্ত আনন্দিত। পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামীকালের অনুষ্ঠানে বালুরঘাট–হিলি নতুন রেললাইন, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির শিলান্যাস করা হবে। পাশাপাশি, ৪টি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা করা হবে।”