Calcutta High Court: নিরাপত্তার কারণে ২০২৪ সালে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু দম্পতিকে জামিন দিল কলকাতা হাইকোর্ট
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা নতুন নয়। পরিসংখ্যান বলছে, ১৯৪৭ সালে বাংলাদেশে হিন্দু ছিল প্রায় ২৮ শতাংশ। বর্তমানে কমে দাঁড়িয়েছে ৭.৯৫ শতাংশ। হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তার জন্য ২০২৪ সালে ভারতে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশি দম্পতি রীতা মন্ডল ও তাঁর স্বামী। তবে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। কলকাতা হাইকোর্ট ওই হিন্দু দম্পতিকে জামিন দিয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যেসমস্ত উদ্বাস্তু অমুসলিমরা ভারতে আশ্রয় নিয়েছেন তাদেরকে হেনস্থা করা যাবে না। তাদের ক্ষেত্রে ফরেনার্স এবং পাসপোর্ট আইন লাগু হবে না। বিশেষ ছাড় দেওয়া হবে তাদের। শরণার্থীদের বিরুদ্ধে ফরেনার্স এবং পাসপোর্ট আইনে কোনো মামলা করা যাবে না।
কেন্দ্রীয় সরকারের সেই বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়ে জেলবন্দি ওই হিন্দু দম্পতিকে জামিন দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ ওই বিজ্ঞপ্তির উল্লেখ করে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন।
এই মামলায় রীতা মন্ডলের হয়ে সওয়াল করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওই বিজ্ঞপ্তি দেখিয়ে তরুণজ্যোতি তিওয়ারি অভিযোগ করেন, ‘কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী ওই দম্পতির বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। তা সত্বেও রাজ্য পুলিশ তাঁদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ধারায় তাঁদের জেলবন্দি করে রেখেছে। পশ্চিমবঙ্গে এরকম কয়েক হাজার উদ্বাস্তু হিন্দু জেলবন্দি রয়েছেন। আদালতের এই রায় হিন্দু উদ্বাস্তুদের হয়রানি কমাতে সাহায্য করবে।’


