Uttar Pradesh Burqa Ban In Jewellery Shop: বিহারের পরে এবার উত্তরপ্রদেশ; বোরকা, হিজাব, হেলমেট, মাস্ক পরে গয়নার দোকানে প্রবেশে নিষেধাজ্ঞা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহারের পর এবার উত্তরপ্রদেশেও গয়নার দোকানে মুখ ঢেকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। বোরকা, হিজাব, ঘোমটা, মাস্ক বা হেলমেট তথা মুখ ঢেকে কেউ আর গয়নার দোকানে ঢুকতে পারবেন না। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
সংগঠন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের একাধিক জেলায় সম্প্রতি গয়নার দোকানে চুরি ও জালিয়াতির ঘটনা বেড়েছে। এর পরেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিভিন্ন জেলায় দোকানের সামনে নোটিশ ঝোলানো হয়েছে।
উল্লেখ্য, বিহারে অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ড ফেডারেশনের নির্দেশে ৮ জানুয়ারি থেকে বোরখা বা মুখ ঢাকা অবস্থায় গয়নার দোকানে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। সেই পথেই এবার হাঁটল উত্তরপ্রদেশ।
উত্তরপ্রদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বারাণসী জেলার সভাপতি কমল সিং জানান, ”কোনও ক্রেতা মুখ ঢেকে এলে তাকে গয়না বিক্রি করা হবে না। সোনা ও রূপোর দাম উল্লেখযোগ্য ভাবে বেড়ে যাওয়ায় গয়নার দোকানে অপরাধমূলক কার্যকলাপও বৃদ্ধি পেয়েছে।”
তিনি আরও বলেন, “মুখ ঢাকা থাকলে অপরাধীর পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে যায়। তাই মাস্ক, ঘোমটা, হেলমেট বা বোরখা পরে দোকানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।”
তিনি আরও জানান, “হিজাব পরে কেউ দোকানে এলে প্রবেশের আগে মুখ থেকে তা সরাতে অনুরোধ করা হবে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দোকানের সামনেই টাঙানো হচ্ছে।”
উত্তরপ্রদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সত্যনারায়ণ শেঠ স্পষ্ট করে জানিয়েছেন, “এই সিদ্ধান্তের মাধ্যমে কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাঁদের উদ্দেশ্য নয়। শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নিয়ম চালু করা হয়েছে। বারাণসী ছাড়াও ঝাঁসি এবং রাজ্যের অন্যান্য শহরেও এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।”


