Nitin Nabin: বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হলেন নীতিন নবীন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই ২০২৬ সালে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বড় সাংগঠনিক সিদ্ধান্ত নিল ভারতীয় জনতা পার্টি। বিজেপির নয়া সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন বিহারের নীতীশ মন্ত্রিসভার সদস্য ও পাঁচবারের বিধায়ক নীতিন নবীন। নতুন দায়িত্ব গ্রহণের পরই ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।
নীতিন নবীন জানান, “দলীয় সংগঠনকে মজবুত করাই আমাদের প্রথম কাজ। কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের উপর যে আস্থা রেখেছে, সেই আস্থার প্রতিফলন রাজ্যস্তরে সর্বব্যাপী নেতৃত্ব গড়ে তোলার মধ্য দিয়েই হবে।”
নয়া সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, নীতিন নবীনের শক্তি ও নিষ্ঠা আগামী দিনে বিজেপিকে আরও মজবুত করবে। এ প্রসঙ্গে নীতিন নবীন বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার কারণেই আমি আজ এই দায়িত্বে। এই বিশ্বাসই আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে।”
৫ বারের বিধায়ক এবং নীতিশ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। নীতিন নবীন জানান, “সংগঠনই বিজেপির আসল শক্তি। আমরা সব বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। আমাদের সংগঠন নিচ থেকে উপর পর্যন্ত এতটাই শক্তিশালী যে আমরা পশ্চিমবঙ্গেও জিতব।”
রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নীতিন নবীনের এই মন্তব্য বিজেপির কৌশলগত প্রস্তুতিরই ইঙ্গিত। সংগঠনকে সামনে রেখে বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে যে দল আগাম প্রস্তুতি শুরু করেছে, তা তাঁর বক্তব্যেই স্পষ্ট।


