Dhurandhar: এখনও পর্যন্ত কত কোটি টাকা আয় করলো ‘ধুরন্ধর’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর শেষে মুক্তি পেয়ে বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। দুর্দান্ত ব্যবসার পাশাপাশি দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে সিনেমাটি। মুক্তির দ্বিতীয় সপ্তাহে শনিবার ছবিটি সর্বোচ্চ আয় করে নতুন রেকর্ড গড়েছে।
৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই ছবিটি দ্বিতীয় শনিবারে আয় করেছে ৪৪.৬ কোটি টাকা। শনিবার পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৮৩.৮১ কোটি টাকা। প্রথম দিনের আয় ছিল ২৮ কোটি টাকা, আর প্রথম সপ্তাহেই ছবিটি ঘরে তোলে ২০৭.২৫ কোটি টাকা। দ্বিতীয় শুক্রবারে আয় হয় ৩২.৫ কোটি টাকা, যা শনিবারে আরও বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়।
ইন্ডাস্ট্রি সূত্রের খবর, রবিবার ছবিটির আয় ৫০ কোটি টাকা ছুঁতে পারে। দশম দিন, দ্বিতীয় রবিবার বিকাল পর্যন্ত, ছবিটি প্রায় ৩৯.৫৭ কোটি রুপি আয় করেছে। এর সাথে এটি ৩০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ভারতে মোট আয় ৩৩২.৩২ কোটি রুপি।
দিনভিত্তিক ছবিটির সংগ্রহ:
দিন ১ [১ম শুক্রবার] ₹ ২৮ কোটি
দ্বিতীয় দিন [১ম শনিবার] ₹ ৩২ কোটি
দিন ৩ [১ম রবিবার] ₹ ৪৩ কোটি
দিন ৪ [১ম সোমবার] ₹ ২৩.২৫ কোটি
দিন ৫ [১ম মঙ্গলবার] ₹ ২৭ কোটি
ষষ্ঠ দিন [১ম বুধবার] ₹ ২৭ কোটি
দিন ৭ [১ম বৃহস্পতিবার] ₹ ২৭ কোটি
১ম সপ্তাহের সংগ্রহ ₹ ২০৭.২৫ কোটি
৮ম দিন [দ্বিতীয় শুক্রবার] ₹ ৩২.৫ কোটি
৯ম দিন [দ্বিতীয় শনিবার] ₹ ৫৩ কোটি
দিন ১০ [দ্বিতীয় রবিবার] ₹ ৩৯.৫৭ কোটি
মোট ₹ ৩৩২.৩২ কোটি টাকা
ছবির সাফল্যের অন্যতম কারণ শক্তিশালী গল্প ও অভিনয়। অক্ষয় খান্নার চরিত্র ‘রেহমান ডাকাত’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, তাঁর এন্ট্রি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রণবীর সিংয়ের অভিনয়ও প্রশংসিত হয়েছে। পাশাপাশি অর্জুন রামপাল ও সঞ্জয় দত্তের অভিনয় ছবিকে আরও জমাট করেছে।
জানা গিয়েছে, ‘ধুরন্ধর’ একটি সত্য ঘটনার দ্বারা অনুপ্রাণিত। সংসদ বিস্ফোরণ, মুম্বাইয়ের তাজ হোটেল হামলা এবং বিমান ছিনতাইয়ের মতো একাধিক বড় ঘটনার ছায়া দেখা যায় ছবিতে। যদিও পরিচালক আদিত্য ধর স্পষ্ট করেছেন, ছবিটি মেজর মোহিত শর্মার জীবনী অবলম্বনে তৈরি নয়।
সব মিলিয়ে, বক্স অফিসের অঙ্ক থেকে শুরু করে দর্শক প্রতিক্রিয়া সব দিক থেকেই ‘ধুরন্ধর’ এখন বছরের অন্যতম সফল সিনেমা হিসেবে উঠে আসছে।


