Sunday, December 14, 2025
Latestরাজ্য​

Narendra Modi: নাগরিকত্ব ইস্যুতে ক্ষুব্ধ মতুয়ারা! পরিস্থিতি সামল দিতে ২০ ডিসেম্বর রানাঘাটে সভা করবেন মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এসআইআর প্রক্রিয়া ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের জোড়া চাপে উদ্বাস্তু হিন্দুরা। এরফলে নাভিশ্বাস উঠেছে বিজেপির, ঠিক সেই সময়েই বাংলায় মতুয়া ভোট টানতে মাঠে নামছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়া-গড়ে মমতার সভা করার মাত্র ১০ দিনের মধ্যে। জেলা সেই একই, নদীয়া।

এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশের ৪দিন পর, আগামী ২০ ডিসেম্বর নদীয়ার রানাঘাটে সভা করবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টা নাগাদ তাহেরপুরের হেলিপ্যাডে নামবে তাঁর কপ্টার। তাহেরপুর মাঠেই হবে জনসভা। পাশাপাশি সরকারি প্রকল্পের উদ্বোধনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

গত ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। সেই নিরিখে, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এটিই মোদীর প্রথম রাজনৈতিক সভা। আর সভাস্থল হিসেবে রানাঘাট বেছে নেওয়াও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের মতে, মতুয়া ভোটকে লক্ষ্য করে নেওয়া কৌশলগত সিদ্ধান্ত। রানাঘাট এলাকায় ৪০ শতাংশেরও বেশি মতুয়া ভোট রয়েছে।

২০১৯ এবং ২০২৪ দু’টি লোকসভা নির্বাচনেই রানাঘাট কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি। সেই ধারাবাহিকতা ধরে রেখে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নদীয়া জেলার একাধিক আসনে পদ্মফুল ফোটাতে আগেই বিশেষ নজর দিয়েছিল গেরুয়া শিবির।

কিন্তু এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট ঘোষণা হতেই ছবিটা বদলাতে শুরু করে। নাগরিকত্ব থাকবে কি না এই প্রশ্নে আতঙ্ক ও ক্ষোভে ফেটে পড়ে মতুয়া সমাজের এক বড় অংশ। বিজেপির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ্যে আসে। পরিস্থিতি সামাল দিতে বিজেপির তরফে একের পর এক CAA ক্যাম্প, হিন্দুত্বের বার্তা এবং ফর্ম ফিল-আপে জোর দেওয়া হয়।

তবে বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে দেয় মতুয়া ইস্যুতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, “আগে দেশের নাগরিকত্ব পেতে হবে, তারপর ভোটার হওয়া যাবে।”

এই মন্তব্যের পরেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হয় মতুয়া সমাজে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা বিজেপির ভোটব্যাঙ্কে বড়সড় ধাক্কা দিয়েছে।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ মতুয়া ভোটারদের ফের নিজেদের দিকে টানতেই শেষ পর্যন্ত নামতে হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীকে। এসআইআরের আগে আলিপুরদুয়ার, দুর্গাপুর ও দমদমে সভা করেছিলেন মোদী। এবার সরাসরি মতুয়া অধ্যুষিত এলাকায় তাঁর বার্তা কী হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

এসআইআর, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং নাগরিকত্বের প্রশ্ন এই ত্রিমুখী চাপে মতুয়া ভোট বিজেপির হাতছাড়া হচ্ছে কি না, তারই বড় পরীক্ষা হতে চলেছে ২০ ডিসেম্বরের রানাঘাট সভা।