Sunday, December 14, 2025
Latestদেশ

Naxal Free Madhya Pradesh: মাওবাদী মুক্ত হলো মধ্যপ্রদেশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মধ্যপ্রদেশে মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য প্রশাসনের। বৃহস্পতিবার বালাঘাট জেলায় অস্ত্র-সহ আত্মসমর্পণ করেছেন দুই শীর্ষ মাওবাদী নেতা। এর পরই মধ্যপ্রদেশকে মাওবাদীমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। একই সঙ্গে ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার লক্ষ্যে আরও একধাপ এগোনোর বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

সূত্রের খবর, বালাঘাট জেলার কোরকার সিআরপিএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন দীপক উকি এবং রোহিত নামে দুই মাওবাদী নেতা। আত্মসমর্পণকারী দীপক গোন্ডিয়া-রাজনন্দগাঁও-বালাঘাট ডিভিশনাল কমিটির মালাজখণ্ড দালামের নেতা ছিলেন এবং মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও তার নাম পরিচিত। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের উপর একাধিক হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীপকের মাথার দাম ছিল ২৯ লক্ষ টাকা এবং রোহিতের নামে ঘোষণা করা হয়েছিল ১৪ লক্ষ টাকার পুরস্কার। দীর্ঘদিন ধরেই তাঁরা নিরাপত্তা বাহিনীর নজরে ছিলেন।

মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, সাম্প্রতিক আত্মসমর্পণকারীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ-ছত্তিসগড় স্পেশাল জোনের তালিকাভুক্ত আর কোনও সক্রিয় মাওবাদী সদস্য বর্তমানে রাজ্যে নেই। গত ৪২ দিনে মোট ৪২ জন মাওবাদী সদস্য আত্মসমর্পণ করেছেন। এই সমস্ত মাওবাদীদের উপর ঘোষিত মোট পুরস্কারের অঙ্ক ছিল ৭ কোটি ৭৫ লক্ষ টাকা।

রাজ্য সরকারের এই ঘোষণাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে উৎসাহ তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদমুক্ত করার লক্ষ্যের কথা ঘোষণা করেছিলেন। মধ্যপ্রদেশের এই সাফল্য সেই লক্ষ্যপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক ও নিরাপত্তা মহলের একাংশ।