Tuesday, December 16, 2025
Latestদেশ

Microsoft: ‘এআই ফার্স্ট ফিউচার’ গড়তে ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে গতি আনতে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে চলেছে মাইক্রোসফট। এশিয়ার সর্ববৃহৎ বিনিয়োগ ঘোষণা মাইক্রোসফটের। সংস্থার সিইও সত্য নাদেলা বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, আগামী বছরগুলোতে মাইক্রোসফট ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫ লাখ কোটি টাকা) ভারতের এআই অবকাঠামো ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করবে।

নাদেলা এক্সে লিখেছেন, “ভারতের এআই সম্ভাবনা নিয়ে অনুপ্রেরণাদায়ক কথোপকথনের জন্য ধন্যবাদ মোদীজী। ভারতের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করতে মাইক্রোসফট এশিয়ায় আমাদের সর্ববৃহৎ বিনিয়োগ, ১৭.৫ বিলিয়ন ডলার ভারতের এআই-প্রথম ভবিষ্যৎ গড়তে অবকাঠামো, স্কিল এবং সার্বভৌম সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করবে।”

প্রধানমন্ত্রী মোদীও জবাবে লিখেছেন, “এআই-এর ক্ষেত্রে বিশ্বের আশা এখন ভারতের ওপর। সত্য নাদেলার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এশিয়ায় মাইক্রোসফটের সর্ববৃহৎ বিনিয়োগের কেন্দ্র হিসেবে ভারতকে বেছে নেওয়া অত্যন্ত গর্বের। ভারতের যুবসমাজ এ সুযোগকে কাজে লাগিয়ে উদ্ভাবনের নতুন দিগন্ত খুলবে।”

মাইক্রোসফটের বিপুল বিনিয়োগ: কী কী আসছে ভারতে?

মাইক্রোসফটের এই ১৭.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের আগে সংস্থাটি ৩ বিলিয়ন ডলার ব্যয়ে বেঙ্গালুরুতে ক্লাউড ও এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরির ঘোষণা করেছিল। এতে নতুন ডেটা সেন্টার স্থাপন, স্কিল ডেভেলপমেন্ট এবং আগামী দুই বছরের মধ্যে ব্যাপক প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নতুন বিনিয়োগ যুক্ত হওয়ায় মাইক্রোসফট দাবি করেছে, এতে তারা ভারতে সর্ববৃহৎ হাইপারস্কেল উপস্থিতি তৈরি করতে পারবে।

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “ভারত এখন এআই যাত্রার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক রূপান্তরের মাধ্যম হিসেবে ব্যবহার করে দেশ দ্রুত ‘ফ্রন্টিয়ার এআই নেশন’-এ পরিণত হচ্ছে। এই বাস্তবতা সামনে রেখে আমরা এশিয়ার সর্ববৃহৎ ১৭.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করছি।”

গুগল, অ্যামাজন, কোয়ালকম এআই দৌড়ে বড় বড় সংস্থার নজরে ভারত

ভারতে এআই ও ডিজিটাল অবকাঠামো নিয়ে বড় বড় মার্কিন সংস্থার প্রতিযোগিতা তীব্র হচ্ছে।

গত অক্টোবর গুগলের সিইও সুন্দর পিচাই মোদীর সঙ্গে আলোচনায় বিশাখাপত্তনমে বিশ্বের অন্যতম বৃহৎ এআই ও ডেটা হাব তৈরির ঘোষণা করেছিলেন। গুগল আগামী পাঁচ বছরে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

অ্যামাজনও ইতিমধ্যেই বহু বিলিয়ন ডলার ব্যয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ডেটা সেন্টার প্রতিষ্ঠা করেছে।

প্রধানমন্ত্রী অক্টোবর মাসে কোয়ালকম সিইও ক্রিস্টিয়ানো আমনের সঙ্গে বৈঠক করে এআই, ইনোভেশন ও স্কিলিং-এর উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

ভারতের ‘এআই নীতি’ নৈতিক ও মানব-কেন্দ্রিক ভাবনার ওপর জোর

সম্প্রতি দিল্লিতে এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে কীভাবে এআই কাজ করবে তার একটি নৈতিক কাঠামো তৈরির ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। মোদীর কথায়, ভবিষ্যতের উন্নয়ন হবে “ethical and human-centric AI”-কে কেন্দ্র করে, এবং সরকার ইতিমধ্যেই সে বিষয়ে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় কাজ শুরু করেছে।

মাইক্রোসফটের এই অভূতপূর্ব ১.৫ লাখ কোটি টাকার বিনিয়োগ শুধু ভারতের প্রযুক্তি খাতে নয়, বিশ্ব এআই দৌড়ে ভারতের অবস্থানকে আরও মজবুত করবে। দক্ষ জনশক্তি, অবকাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে ভারত আগামী দশকে বৈশ্বিক এআই ইকোসিস্টেমের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে এমনটাই মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা।