Friday, December 19, 2025
Latestদেশ

Diwali UNESCO Heritage: এবার ইউনেস্কোর হেরিটেজ তকমা পেতে চলেছে দীপাবলি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ইউনেস্কোর ২০তম অধিবেশন। ‘দীপাবলি’ উৎসবকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত করেছে ভারত। প্রথমবারের মতো ভারত ইউনেস্কোর এই গুরুত্বপূর্ণ অধিবেশন আয়োজন করতে চলেছে। ৮ থেকে ১৩ ডিসেম্বর লালকেল্লায় অনুষ্ঠিত হবে এই অধিবেশন।

সরকারি সূত্র জানিয়েছে, ২০২৩ সালে দীপাবলিকে মনোনয়নের জন্য ডসিয়ারটি জমা দিয়েছিল ভারত। বর্তমানে ভারতের মোট ১৫টি সাংস্কৃতিক উপাদান ইউনেস্কোর অমূর্ত ঐতিহ্যের তালিকায় রয়েছে। যার মধ্যে রয়েছে কুম্ভ মেলা, কলকাতার দুর্গাপুজো, গুজরাটের গরবা, যোগ, বেদপাঠের ঐতিহ্য এবং রামলীলা।

লালকেল্লায় নিরাপত্তা বৃদ্ধি

সম্প্রতি লালকেল্লার কাছে আত্মঘাতী হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ (ASI) জানিয়েছে, বৈঠক উপলক্ষে ৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত লালকেল্লা বন্ধ থাকবে।

বৈঠকের জন্য ব্রিটিশ আমলের কিছু ব্যারাকও ব্যবহৃত হবে। গত বছর এখানেই অনুষ্ঠিত হয়েছিল প্রথম ‘ইন্ডিয়া আর্ট, আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন বায়েনালে’।

অধিবেশনে থাকবেন ৮০০-র বেশি প্রতিনিধি

সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৮০টিরও বেশি দেশ থেকে প্রায় ৮০০ প্রতিনিধি—কমিটি সদস্য, বিশেষজ্ঞ, ইউনেস্কো আধিকারিক, এনজিও ও প্র্যাকটিশনাররা—এই বৈঠকে অংশ নেবেন। অধিবেশনের সভাপতিত্ব করবেন ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধি বিষাল ভি শর্মা।

অধিবেশনে যে বিষয়গুলি আলোচনায় আসবে, তার মধ্যে রয়েছে—আগে তালিকাভুক্ত উপাদানগুলির রক্ষণাবেক্ষণ সম্পর্কিত প্রতিবেদন মূল্যায়ন, আন্তর্জাতিক সহায়তার অনুরোধ, ‘লিভিং হেরিটেজ’ সংরক্ষণ সংক্রান্ত সেরা অনুশীলন, ভবিষ্যৎ পরিকল্পনা প্রভৃতি।

ভারতের কূটনৈতিক লাভের সুযোগ

সরকার জানিয়েছে, এই আয়োজন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি বিশ্বমঞ্চে ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্য তুলে ধরার সুযোগ তৈরি করবে।

ইউনেস্কো দীপাবলি প্রসঙ্গে সামাজিক মাধ্যমে জানিয়েছে, ভারতের মনোনয়ন এবং ডিসেম্বরের বৈঠক সাংস্কৃতিক বৈচিত্র্যের ঐতিহ্যকে নতুন ভাবে বিশ্বের সামনে তুলে ধরবে।