Yogi Adityanath : অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, রাজ্যের প্রতিটি জেলায় ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ যোগী আদিত্যনাথের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার জেলা প্রশাসনগুলিকে স্পষ্ট নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের কোথাও কোনও অনুপ্রবেশকারী থাকলে দ্রুত তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে প্রতিটি জেলায় আলাদা করে অস্থায়ী ডিটেনশন সেন্টার গড়ে তোলা হবে। যেখানে বিদেশি অনুপ্রবেশকারীদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত রাখা হবে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখা, জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখা প্রশাসনের প্রধান অগ্রাধিকার। এই তিনের কোনও একটি ব্যাহত হলে কড়া হাতে মোকাবিলা করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে সরকার।
পুশব্যাক করা হবে অনুপ্রবেশকারীদের
বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রয়োজনীয় যাচাই শেষে নিয়ম মেনে অনুপ্রবেশকারীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। ভারতের সঙ্গে নেপালের উন্মুক্ত সীমান্ত থাকায় দুই দেশের নাগরিকরা সহজেই যাতায়াত করতে পারেন। তবে অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রে সেই সুবিধা নেই। এই কারণে সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশ নিয়ন্ত্রণে আরও কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
SIR আবহে যোগীর এই ঘোষণা
বর্তমানে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলা বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার লক্ষ্য ভুয়ো ভোটার চিহ্নিত করা। উত্তরপ্রদেশও এই ১২টি অঞ্চলের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান
শুক্রবার গুজরাতের ভুজে বিএসএফ-এর এক অনুষ্ঠানে গিয়ে বিরোধীদের সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, বিজেপি সরকার অনুপ্রবেশ রুখতে কাজ করলেও বিরোধী দলগুলি সেই প্রচেষ্টাকে দুর্বল করতে চাইছে।
অমিত শাহ বলেন, “অনুপ্রবেশ বন্ধ করা শুধু দেশের নিরাপত্তার জন্য নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দূষিত হওয়া থেকেও রক্ষা করে।” তাঁর দাবি, নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা শুদ্ধিকরণে নেমেছে, তা নস্যাৎ করার চেষ্টা করছে বিরোধী শিবির।
অমিত শাহ সাফ জানিয়েছেন, প্রতিটি অনুপ্রবেশকারীকে খুঁজে দেশ থেকে বের করে দেওয়া হবে।
রাজনীতির কেন্দ্রে অনুপ্রবেশ ইস্যু
এসআইআর নিয়ে চলমান বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে জাতীয় রাজনীতিতে। কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারের দাবি— ভুয়ো ভোটার ও বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত করাই তাঁদের লক্ষ্য।
মুসলিমরাই টার্গেট অভিযোগ বিরোধীদের
এদিকে বিরোধীদের অভিযোগ, এই ধরনের পদক্ষেপকে হাতিয়ার করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে।
হিন্দুদের কোনো ভয় নেই
উল্লেখ্য, কেন্দ্রের আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দুরা উদ্বাস্তু শরণার্থী। কিন্তু এইসমস্ত দেশ থেকে ভারতে আসা মুসলিমরাই অনুপ্রবেশকারী।
তথ্যসূত্র: টাইমস্ অফ ইন্ডিয়া


