Tuesday, October 7, 2025
Latestআন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেনে জঙ্গি হামলা, বিস্ফোরণে লাইনচ্যুত জাফর এক্সপ্রেসের ৬টি বগি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ফের জঙ্গি হামলা। নিশানায় জাফর এক্সপ্রেস (Jaffar Express)। মঙ্গলবার সিন্ধু-বালুচিস্তান সীমান্ত সংলগ্ন সুলতানকোট এলাকায় রেললাইনে পাতা শক্তিশালী IED বিস্ফোরণে কোয়েটাগামী ট্রেনের অন্তত ৬টি বগি লাইনচ্যুত। বিস্ফোরণের ফলে বহু যাত্রী আহত হয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রেললাইনে আগে থেকেই বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। ট্রেনটি সেখানে পৌঁছতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়নি।

বিস্ফোরণের দায় স্বীকার করেছে বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ রিপাবলিকান গার্ডস (Baloch Republic Guards – BRG)। এক বিবৃতিতে তারা দাবি করেছে, “ট্রেনটিতে পাকিস্তানি সেনা সদস্যরা ভ্রমণ করছিলেন। তাই হামলাটি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে চালানো হয়।” গোষ্ঠীটির আরও হুমকি, বালুচিস্তানের স্বাধীনতা না আসা পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জাফর এক্সপ্রেস পাকিস্তানের কোয়েটা ও পেশোয়ারের মধ্যে চলাচল করে। সাম্প্রতিক বছরগুলিতে এই ট্রেনে একাধিকবার জঙ্গি হামলার নিশানায় পড়েছে। চলতি বছরের ১১ মার্চ বোলান এলাকায় এই ট্রেন ছিনতাইয়ের ঘটনায় ২৫ জনেরও বেশি যাত্রী ও নিরাপত্তাকর্মী নিহত হন। আবার ২৪ সেপ্টেম্বর মাস্তুংয়ের স্পিজেন্দ এলাকায় একই ট্রেনে বোমা বিস্ফোরণে আহত হন একাধিক যাত্রী, যাঁদের মধ্যে মহিলা ও শিশুও ছিলেন।

আগস্ট মাস জুড়েও জাফর এক্সপ্রেসের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৪ আগস্ট কোলপুরের কাছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (BLA) ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে গুলি চালায়, যাতে ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশ বালুচিস্তান বহুদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রস্থল। সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বঞ্চনার অভিযোগে বছরের পর বছর ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে স্থানীয় বালুচ গোষ্ঠীগুলি।