নেপালের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে ফোনালাপ মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নেপালের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন সুশীলা কার্কি। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এই তথ্য জানান প্রধানমন্ত্রী মোদী।
ফোনালাপে নেপালে সাম্প্রতিক দুর্নীতিবিরোধী আন্দোলনের জেরে প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন মোদী। পাশাপাশি নেপালে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অন্তবর্তী সরকারের প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন মোদী। আগামীকাল নেপালের জাতীয় দিবস উপলক্ষে তিনি সুশীলা কার্কি এবং নেপালের জনগণকে শুভেচ্ছাও জানান।
এর আগে সুশীলা কার্কি অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময়ও তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। সম্প্রতি মণিপুর সফরে গিয়ে এক সভায় যোগ দিয়ে নেপালকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন তিনি। মোদী বলেন, নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে সুশীলার দায়িত্বগ্রহণ নারী ক্ষমতায়নের একটি অনন্য উদাহরণ।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গত ৮ সেপ্টেম্বর নেপালে ব্যাপক যুব-আন্দোলন শুরু হয়। টানা বিক্ষোভের চাপে পড়ে ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। এরপর ১২ সেপ্টেম্বর অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, ক্ষমতায় থাকার উদ্দেশ্যে নয়, বরং নতুন সংসদ গঠনের আগ পর্যন্ত অন্তবর্তীকালীন দায়িত্ব সামলাতেই তিনি এসেছেন। আগামী ৫ মার্চ নেপালে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নেপালের এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে মোদী-কার্কি ফোনালাপ দুই প্রতিবেশী দেশের সম্পর্কের উষ্ণতা এবং আস্থার নতুন বার্তা দিল বলেই মনে করছে কূটনৈতিক মহল।