Wednesday, October 8, 2025
Latestআন্তর্জাতিক

ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (EU) বিবৃতিতে জানিয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে আরো জোর দেওয়া হবে। নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ককে আরও শক্তিশালী করা হবে। বিশেষ করে, ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও বেলারুশের মধ্যে টানাপোড়েন চলছে। তবে নয়াদিল্লির সঙ্গে বন্ধুত্ব নষ্ট করার কোনো ইচ্ছা নেই ইউরোপীয় ইউনিয়নের।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক কাজা কালাস বলেন, “নতুন ভূরাজনৈতিক সংকট এবং প্রযুক্তি ক্ষেত্রে দ্রুত পরিবর্তনের মুখে ভারত-ইউরোপ সম্পর্ককে আরও গভীর করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে, রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ, তেল কেনা ও সম্পর্ক আরও গভীর করার মতো কার্যক্রমগুলো আমাদের সহযোগিতার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে।”

বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, ভারতকে উচিৎ রাশিয়াকে সাহায্য বন্ধ করে দেয়া। ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ মোকাবিলায় ভারতের সঙ্গে পর্যবেক্ষণ ও আলোচনা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া ইস্যুতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের দূরত্ব তৈরি হলে সেই শূন্যস্থান অন্য শক্তি, বিশেষ করে EU এর শত্রু রাষ্ট্র পূরণ করতে পারে। এ প্রসঙ্গে কাজা কালাস মন্তব্য করেন, “আমাদের প্রশ্ন হওয়া উচিত – আমরা কি এই শূন্যস্থান অন্য কাউকে পূরণ করার জন্য ছাড়ব, নাকি নিজেদের দায়িত্ব বুঝে সেটি পূরণ করব।”

এই প্রেক্ষাপটে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও বেশ জটিল। একদিকে ট্রাম্প ভারতের ওপর শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নসহ জি-৭ গোষ্ঠীকে চাপ দিচ্ছেন, অন্যদিকে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক নরম করার কথা বলেছেন। সম্প্রতি ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা সহজ ছিল না। তাঁর কথায়, “আমাদের প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্কের শৃঙ্খল আরও মজবুত করতে কাজ করছে।”

ট্রাম্পের প্রশাসনের প্রতিনিধি দলের প্রতিনিধি সম্প্রতি নয়াদিল্লিতে এসে ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা করেছেন। তবে ইউরোপীয় ইউনিয়নের স্পষ্ট অবস্থান হচ্ছে, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। তাঁরা বিশ্বাস করেন, ভারত-ইউরোপ সম্পর্কের মজবুত ভিত্তি গড়ে তোলা হলে বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।