Semicon 2025 : সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সেমিকন্ডাক্টার চিপ তৈরি করলো ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজধানীতে সেমিকন ইন্ডিয়া ২০২৫ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত ধরেই আত্মপ্রকাশ করল দেশের প্রথম পূর্ণাঙ্গ স্বদেশি ৩২-বিট মাইক্রোপ্রসেসর ‘বিক্রম’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী যতীন প্রসাদ এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
অনুষ্ঠানে বৈষ্ণব প্রধানমন্ত্রীকে ‘বিক্রম’ প্রসেসর ও অনুমোদিত চারটি প্রকল্পের টেস্ট-চিপ উপহার দেন। তিনি বলেন, “কয়েক বছর আগেই আমরা সেমিকন্ডাক্টর বিপ্লবের যাত্রা শুরু করেছিলাম প্রধানমন্ত্রী মোদির দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে। আজ মাত্র সাড়ে তিন বছরে বিশ্ব ভারতকে আত্মবিশ্বাসের চোখে দেখছে। বর্তমানে পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিট দ্রুতগতিতে নির্মাণ হচ্ছে। আজই আমরা প্রথম ‘মেড-ইন-ইন্ডিয়া’ চিপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলাম।”
ইসরোর সেমিকন্ডাক্টর ল্যাবরেটরিতে তৈরি ‘বিক্রম’ প্রসেসর বিশেষভাবে তৈরি হয়েছে উৎক্ষেপণযানের কঠিন পরিবেশে কাজ করার উপযোগী করে। এটি ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতার এক মাইলফলক।
সেমিকন্ডাক্টরকে বলা হয় আধুনিক প্রযুক্তির প্রাণকেন্দ্র। স্বাস্থ্যসেবা, পরিবহন, যোগাযোগ, প্রতিরক্ষা থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি—সব ক্ষেত্রেই এর প্রয়োজনীয়তা অপরিসীম। বিশ্ব যখন দ্রুত ডিজিটালাইজেশন ও অটোমেশনের দিকে এগোচ্ছে, তখন সেমিকন্ডাক্টর হয়ে উঠছে অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত স্বাধীনতার মূল ভরকেন্দ্র।
২০২১ সালে চালু হওয়া ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন (ISM) মাত্র চার বছরের মধ্যে দেশকে ভিশন থেকে বাস্তবতায় নিয়ে এসেছে। এই মিশনকে শক্তি জুগিয়েছে সরকারের ৭৬,০০০ কোটি টাকার প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিম, যার মধ্যে প্রায় ৬৫,০০০ কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করা হয়েছে।
সম্প্রতি, ২৮ আগস্ট গুজরাতের সানন্দে চালু হয়েছে দেশের প্রথম OSAT (Outsourced Semiconductor Assembly and Test) পাইলট লাইন ফ্যাসিলিটি, যেখানে সিজি-সেমি সংস্থা তৈরি করবে প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ চিপ।
এছাড়া ডিজাইন লিঙ্কড ইনসেনটিভ (DLI) স্কিম-এর আওতায় ২৩টি চিপ ডিজাইন প্রকল্প অনুমোদন পেয়েছে। ইতিমধ্যেই ভের্ভসেমি মাইক্রোইলেকট্রনিক্সের মতো সংস্থাগুলি প্রতিরক্ষা, মহাকাশ, ইলেকট্রিক যানবাহন এবং জ্বালানি খাতে অত্যাধুনিক চিপ তৈরি করছে। ফলে ভারত আর শুধু ভোক্তা নয়, বরং নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করছে।
২০২৩ সালের জুনে সরকার প্রথম সেমিকন্ডাক্টর ইউনিট অনুমোদন দেয় সানন্দে। বর্তমানে ৬ রাজ্যে—গুজরাট, অসম, উত্তরপ্রদেশ, পঞ্জাব, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে—মোট ১০টি সেমিকন্ডাক্টর প্রকল্প অনুমোদিত হয়েছে, যার সম্ভাব্য বিনিয়োগ ১.৬০ লক্ষ কোটি টাকারও বেশি।
সেমিকন ইন্ডিয়া ২০২৫ তিন দিনের একটি বিশেষ সম্মেলন, যার উদ্দেশ্য ভারতকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর হাব হিসেবে প্রতিষ্ঠা করা এবং চিপ ডিজাইন, উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নে নেতৃত্বের আসনে পৌঁছে দেওয়া। এ বছরের সম্মেলনের মূল থিম—ভারতে একটি শক্তিশালী, টেকসই ও স্থিতিশীল সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলা।


