Thursday, May 16, 2024
রাজ্য​

‘কোনও বাপের ব্যাটার হিম্মত নেই, হিন্দুস্তানে হিন্দুদের আটকানোর’, রাম নবমীর শোভাযাত্রা নিয়ে হুঙ্কার দিলীপের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার রাম নবমী। ইতিমধ্যেই আদালত রাম নবমীতে শোভাযাত্রা বের করার অনুমতি দিয়েছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘কোনও বাপের ব্যাটা নেই, হিন্দুস্তানে হিন্দুদের আটকানোর।

দিলীপ ঘোষ বলেন, ‘রাম নবমী উপলক্ষে রাজ্য জুড়ে ৫০ হাজারের বেশি মিছিল হবে। কেউ আটকাতে পারবে না। এই দেশ রামের দেশ। ৫০০ বছরের চেষ্টায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে। হিন্দুরা বিজয় উৎসব পালন করবে।’ 

তিনি আরও বলেন, ‘আমি হিন্দু সমাজের কাছে আবেদন রাখছি হাজার হাজার মানুষ রাস্তায় নামুন। দিলীপ ঘোষ সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি। প্রয়োজনে সব ধরবো হিন্দু সমাজের জন্য।’

এরপরেই হুঙ্কার দিয়ে বলেন, ‘কোনও বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুস্থানে হিন্দুদের আটকানোর। আদালত এবং সংবিধান আমরা তৈরি করেছি দেশ রক্ষার জন্য।’ 

তৃণমূলকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল রাম নবমীর মিছিল আটকাতে এলে তাদের এই নির্বাচনে সমূলে বিনাশ করুন। সমস্ত গ্রামে শোভাযাত্রা হবে। দিলীপ ঘোষ সামনে দাঁড়াবে।’