Tuesday, April 30, 2024
দেশ

মোদীর ধারে কাছেও নেই, মাত্র ৪ শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। কাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন? কোন দলকে ক্ষমতায় দেখতে চাইছেন? এই সংক্রান্ত বিষয়ে লোকনীতি-সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ এবং এনডিটিভির সমীক্ষা সামনে এল।

সমীক্ষায় দেখা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে ৪৩ শতাংশ মানুষ মোদীকে বেছে নিয়েছেন। অন্যদিকে, ২৭ শতাংশ সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী। সমীক্ষায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পেয়েছেন মাত্র ৪ শতাংশ সমর্থন।

এছাড়া অখিলেশ যাদব পেয়েছেন ৩ শতাংশ সমর্থন। নীতীশ কুমার ১ শতাংশ সমর্থন আর বাকি ১৮ শতাংশ অন্য প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান।

সমীক্ষায় উঠে এসেছে, ভারত জোড়ো যাত্রার পরে রাহুল গান্ধীর প্রতি মানুষের সমর্থন বেড়েছে। অন্যদিকে, মোদীর এত জনপ্রিয়তা কারণ হিসেবে ২৫ শতাংশ বলেছেন, মোদী একজন সুবক্তা। ২০ শতাংশ মোদীর উন্নয়ন ভাবনার প্রশংসা করেছেন। ১৩ শতাংশ তাঁর কঠোর পরিশ্রমকে সম্মান জানিয়েছেন।

এছাড়া সমীক্ষায় দেখা গেছে, বিজেপির নেতৃত্বে এনডিএ জোটকে সমর্থন করেছেন প্রায় ৪৩ শতাংশ উত্তর দাতা। তাদের মতে, NDA স্থায়ী সরকার তৈরি করতে পারবে। অন্যদিকে, ৩৮ শতাংশ সেটা মানতে চাননি।