Friday, May 17, 2024
FEATUREDদেশ

‘মোদী’ পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যে ছাড় নয় রাহুলকে, রায় সুরাট দায়রা আদালতের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাহুল গান্ধী আপাতত লোকসভার সাংসদ পদ ফিরে পাচ্ছেন না। ২৩ মার্চ সুরাট ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড দিয়েছিল। অতিরিক্ত দায়রা বিচারক আরপি মোগেরা বৃহস্পতিবার তার উপর স্থগিতাদেশের আবেদন খারিজ করলেন। এর ফলে আপাতত সাংসদ পদ ফিরে পাচ্ছেন না রাহুল গান্ধী।

আর সংশয় তৈরি হয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটে রাহুলের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়েও।

উল্লেখ্য, ২০১৯ সালে কর্নাটকে ভোটের প্রচারে ‘সব চোরেদের পদবি মোদী কেন’ মন্তব্য করেছিলেন রাহুল। এরপরেই তার বিরুদ্ধে গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী সুরাট জেলা আদালতে মামলা করেছিলেন। সেই মানহানির ফৌজদারি মামলার অপরাধে সুরাট জেলা আদালত রাহুলকে দু’বছরের কারাদণ্ড দিয়েছিল।

তারই ভিত্তিতে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুলের সাংসদ পদ খারিজ করে দেন। রাহুল তাঁর সাজার উপর স্থগিতাদেশ চেয়ে গত ৩ এপ্রিল সুরাটের দায়রা আদালতে (সেশনস কোর্ট) আবেদন করেছিলেন। অতিরিক্ত দায়রা বিচারক আরপি মোগেরা স্থগিতাদেশের আবেদন খারিজ করলেন।