Sunday, November 23, 2025
কলকাতা

ধর্নায় বসলে মুখ্যমন্ত্রী মমতাও বেতন কাটতে হবে, সবর ডিএ আন্দোলকারীরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার তারা মুখ্যমন্ত্রীর বেতন কাটার দাবিতে সরব হলেন রাজ্য সরকারি কর্মীরা। তাঁদের বক্তব্য, একই কাজে পৃথক নিয়ম কেন হবে? মুখ্যমন্ত্রী ধর্নায় বসলে তাঁর বেতনও কাটতে হবে।

উল্লেখ্য, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দুদিনের ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চ থেকে সরাসরি ডিএ আন্দোলনকারীদের ‘চোর-ডাকাত’ বলে আক্রমণ করেছিলেন মমতা। পাশাপাশি, চিরকুটে চাকরি পাওয়ার অভিযোগ করেছিলেন। মুখ্যমন্ত্রীর ‘চোর-ডাকাত’ মন্তব্যের প্রতিবাদে আগামী ৬ এপ্রিল কর্মবিরতির ডাক দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।