Wednesday, November 26, 2025
খেলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। আগামী ৭ জুন লন্ডনে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

জানা গেছে, নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে শ্রীলঙ্কা। আর ঘরের মাঠে শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড হারিয়ে দিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওটা নিশ্চিত হয়ে গেল টিম ইন্ডিয়ার।

দুটি অঙ্কে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পৌছাতে পারতো। এক, আহমেদাবাদ টেস্ট ভারতকে জিততে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর দ্বিতীয়, শ্রীলঙ্কা যাতে ২-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারাতে না পারে। এক ম্যাচ হারার পরে শ্রীলঙ্কার পক্ষে আর ২-০ করা সম্ভব নয়। আর এদিকে, আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ড্র হওয়ার পথে।

উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগেই পৌছে গিয়েছিল অস্ট্রলিয়া। আর সোমবার ভারতের ফাইনালে খেলা পাকা হয়ে গেল।