Wednesday, November 26, 2025
রাজ্য​

ধর্মঘটের দিনও স্কুলে গিয়েছিলেন, শনিবার আদালতের নির্দেশে চাকরি খোয়ালেন তৃণমূল বিধায়কের মেয়ে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদালতের নির্দেশে গ্রুপ-সি-এর ভুয়ো চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তাতে চাকরি হারিয়েছেন ৮৪২ জন। সেই তালিকায় রয়েছে বসিরহাটের মিনাখাঁর তৃণমূলের বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডলের।

এসএসসির প্রকাশ করা তালিকায় দেখা গিয়েছে, চাকরি বাতিলের নামের তালিকায় বিনতা মন্ডলের নাম এসেছে ১৪১ নম্বরে। ওএমআর শিটে ৬০টি প্রশ্নের মধ্যে ৫৮টির উত্তর দেন বিনতা। ৫৮টির মধ্যে ৪ টে প্রশ্নের উত্তর সঠিক হয়েছিল, বাকি সবগুলো ভুল। তবুও দুর্নীতি করে চাকরি পেয়ে যান বিধায়কের মেয়ে বিনতা।

জানা গেছে, ২০১৮ সালে গ্রুপ-সি এর চাকরি পেয়েছিলেন বিনতা। বেলঘড়িয়া নন্দন নগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে করণিক পদে নিযুক্ত ছিলেন তিনি। এদিকে ভুয়োদের তালিকায় বিধায়কের মেয়ের নাম জড়ানোয় অস্বস্তিতে রাজ্যের শাসকদল।