ভুয়োদের তালিকায় নাম, চাকরি খোয়ালেন হেমতাবাদের যুব তৃণমূল নেতা শামসুর রহমান
কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাইকোর্টের নির্দেশে ভুয়ো চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর তাতেই চাকরি হারালেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ যুব তৃণমূল সহ-সভাপতির শামসুর রহমানের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
এসএসসি ৮৪২ জন ভুয়ো চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তাতে তৃণমূল নেতা শামসুর রহমানের নামও দেখা যায়। শামসুরের বাড়ি হেমতাবাদের সমাসপুর এলাকায়। ইটাহার ব্লকের ছয়ঘড়া হাই স্কুলে গ্রুপ সি পদে নিযুক্ত ছিলেন তিনি। তালিকা সামনে আসার পরে লাপাত্তা রয়েছে সে।

