Sunday, November 23, 2025
আন্তর্জাতিক

নামাজের সময় পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ২৮, আহত ১৫০

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারের পুলিশ লাইনস মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫০ জন। হতাহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ। বিস্ফোরণে মসজিদের একাংশ ভেঙে পড়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, জোহরের নামাজ পড়ার সময় প্রথমের সারিতে ছিল আত্মঘাতী হামলাকারী। হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতাল কর্তৃপক্ষ রক্তদানের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য বিভাগ পেশোয়ারে ‘মেডিকেল এমার্জেন্সি’ জারি করেছে।

জানা গেছে, জোহরের নামাজ আদায় করতে মসজিদে অন্তত ১২০ জন মুসল্লি ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে চরম আর্থিক সংকটের ভুগছে পাকিস্তান। এই পরিস্থিতিতে এহেন হামলার ঘটনা ন্যাক্কারজনক। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।