কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যের শিক্ষক দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গোটা দেশের সামনে তুলে ধরেছেন শিক্ষা ক্ষেত্রে রাজ্যের সীমাহীন দুর্নীতির কথা। এবার কুন্তল ঘোষের বাড়িতে টেটের OMR শিট উদ্ধার হওয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করলেন তিনি।
সোমবার এজলাসে কুন্তল ঘোষের বাড়িতে টেটের OMR শিট উদ্ধারের বিষয়টি ওঠে। এ বিষয়ে কড়া মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, অভিযুক্তদের কাউকে বেয়াত করা হবে না।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী করে কুন্তল ঘোষের কাছে OMR শিট পৌঁছল। পর্ষদে কারা বসে রয়েছে? কিভাবে এই দুর্নীতি? অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করা হবে। কাউকে রেয়াত করা হবে না। দুর্নীতি ধামাচাপা দিতে পারবে না।’
উল্লেখ্য, কুন্তল ঘোষের বাড়ি থেকে ১৮৬টি OMR শিট উদ্ধার হয়েছে।
এদিকে এ বিষয়ে রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘মুখ্যমন্ত্রী নিজে এই দুর্নীতিতে যুক্ত। উনি সাঙ্গপাঙ্গদের দিয়ে এই সব করাচ্ছেন। আমি এই ঘটনায় মোটেও আশ্চর্য নই। ইডি, সিবিআইকে তদন্তের গতি বাড়াতে হবে।’

