Tuesday, December 16, 2025
বলিউড

‘রাজ কুন্দ্রার হাত ধরেই পর্ন ইন্ডাস্ট্রিতে’, বিস্ফোরক পুনম পাণ্ডে- শার্লিন চোপড়া

মুম্বাই: পর্ন ছবি তৈরির অভিযোগে সোমবার রাতে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মঙ্গলবার রাজ কুন্দ্রার সহযোগী রায়ান থর্পকে গ্রেফতার করল পুলিশ। রায়ান থর্পের বিরুদ্ধে অভিযোগ, পর্ন ছবি প্রযোজনা ও ছড়িয়ে দেওয়া। মঙ্গলবারই আদালত পেশ করা হয় রাজকে।

রাজের বিরুদ্ধে অভিযোগ, জনৈক মহিলাকে সিমেনায় অভিনয়ের সুযোগ দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁকে পর্ন ছবিতে কাজ করায় বাধ্য করা হয়। ওই মহিলা ৪ ফেব্রুয়ারি পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, পর্ন ছবি তৈরির ব্যবসায় একটি OTT প্ল্যাটফর্ম তৈরি করে ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন রাজ কুন্দ্রা। শিল্পার স্বামী রাজকেই মূল ষড়যন্ত্রকারী হিসেবে বর্ণনা করেছে মুাম্বই পুলিশ। তাঁদের কাছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশ কমিশনার।

এদিকে, জানা গেছে, মহারাষ্ট্রের সাইবার সেলকে পুনম পাণ্ডে (Poonam Pandey), শার্লিন চোপড়া (Sherlyn Chopra) জানিয়েছেন, রাজের হাত ধরেই পর্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগমন ঘটে তাদের। বয়ানে শার্লিন জানান, তিনি রাজের জন‍্য ১৫-২০ টি পর্ন ছবিতে কাজ করেছেন। এক একটি ছবির জন‍্য ৩০ লাখ টাকা রাজ তাকে দিয়েছেন।

গত বছর রাজের কোম্পানি আর্মসপ্রাইম মিডিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন পুনম পাণ্ডে। পুনমের অভিযোগ, ঠিক হয়েছিল তার নামে ওই অ্যাপ চালু হবে। অ্যাপটি ছিল একটি অ্যাডাল্ট অ্যাপ। যা লাভ হবে তার একটা অংশ পাবে মডেলরা। কিন্তু পরে তিনি জানতে পারেন লভ্যাংশের চুক্তিতে বড়সড় গরমিল রয়েছে। এরপরেই রাজের কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেন পুনম।