নিজের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বৈশাখীর নামে লিখে দিলেন শোভন
কলকাতা: জামাই ষষ্ঠীর দিনই বড় চমক। বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার ফেসবুকের নাম বদলে ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’ করে দিয়েছেন। এখানেই শেষ নয়, শোভন বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দিয়েছেন বলে খবর। যার ফলে শোভন-বৈশাখীর সম্পর্কে ‘নতুন মাত্রা’ পেল বলে মনে করা হচ্ছে।
এই ঘোষণার পরেই সামনে এল গোলপার্কের ফ্ল্যাট নিয়ে রত্নার সঙ্গে শোভন-বৈশাখীর টানাপড়ন। জানা গেছে, ওই ফ্ল্যাটের মালিক রত্নার প্রয়াত দাদা দেবাশিস দাস। শোভন-বৈশাখীকে অবিলম্বে ফ্ল্যাট খালি করার নোটিশ দিয়েছে রত্নার পরিবার। এমনকি, ওই ফ্ল্যাটের ভাড়া দিয়ে চাইলেও থাকতে দেওয়া হবে না শোভন-বৈশাখীকে।
এদিন শোভন বন্দ্যোপাধ্যায় বলেন, আমার স্থাবর অস্থাবর সম্পত্তির শুধু পাওয়ার অব অ্যাটর্নি নয়, সব কিছু লিখে দিয়েছি বৈশাখীকে। আমার অবর্তমানে নয়, এখন থেকেই সবকিছুর অধিকারিণী বৈশাখী।
উল্লেখ্য, স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি শোভনবাবুর। তাঁদের দুটি সন্তানও আছে। এ বিষয়ে শোভন বলেন, দুঃসময়ে আমার পাশে ছিল বৈশাখী। তাই আমার সবকিছুই এখন ওর। এই সম্পর্ককে আমি মর্যাদা দিতে চাই।
স্ত্রী রত্না চট্টোপাধ্যায় তাঁকে পিছন থেকে ছুরি মেরেছেন বলে অভিযোগ করেন শোভনবাবু। তিনি বলেন, ২২ বছর আগে রত্নাদেবীকে বিয়ে করে প্রাপ্য সব অধিকারই তাঁকে দিয়েছিলাম। কিন্তু অধিকারের অপব্যবহার করেছে রত্না। পিছন থেকে ছুরি মেরেছে আমাকে। আমার অজ্ঞাতে অনেক কিছু করেছেন। তাঁর জীবনযাত্রা, ব্যাভিচারিতার জন্যই সম্পর্ক থেকে বেরিয়ে আসি আমি। আমি কিন্তু সে রকম কিছুই করিনি। যা করেছি, আইনি পথেই করেছি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

