তামিলনাড়ুতে লকডাউনের মেয়াদ বাড়লো
চেন্নাই: দেশজুড়ে এখনও করোনার বাড়বাড়ন্ত অব্যাহত। সম্প্রতি করোনার গ্রাফ সামান্য কমলেও এখনই চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। ফের তৃতীয় ঢেউয়ের আশঙ্খা করা হচ্ছে। তাই সংক্রমণ রুখতে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। লকডাউনের ফলে সংক্রমনের হার কমেছে। এবার লকডাউনের মেয়াদ বাড়ালো তামিলনাড়ু।
তামিলনাড়ু সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এক সপ্তাহের জন্য লকডাউনের সময়সীমা বাড়ানো হলো রাজ্যে। আগামী ১৪ জুন পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে।
তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। বিবৃতিতে বলা হয়েছে, পাড়ার ভিতরের খুচরো দোকান, সব্জি, ফল, ফুল ও মাংসের দোকান সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। মাছের বাজারও খোলা থাকবে। ৩০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস চলবে। দেশলাই বাক্স তৈরির কারখানা ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে।
এছাড়া ই-পাশ থাকলে ট্যাক্সি, অটো চলাচল করতে পারবে। রাজ্যের কিছু জেলায় বৈদ্যুতিন সরঞ্জাম, বই, হার্ডওয়্যারের দোকান খোলার অনুমতিও দেওয়া হয়েছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

