পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ৯৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৭ হাজার ৪১১ জন
কলকাতা: মারণ করোনা ভাইরাস পশ্চিমবঙ্গেও জাকিয়ে বসেছে। রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৭ হাজার ৪১১ জন এবং মৃত্যু হয়েছে ৯৬জনের। শুধু কলকাতাতেই গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯২৪ জন এবং ২৮ জনের মৃত্যু হয়েছে।
উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৩৯৩২ জন এবং ২০জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৯৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৭জনের। হুগলিতে একদিনে সংক্রমিত ৮৮২ এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। দার্জিলিংয়ে একদিনে সংক্রমিত ৪০০ জন এবং মারা গিয়েছেন ৭ জন।
করোনার সংক্রমণে লাগাম টানতে শুক্রবার সন্ধ্যা থেকে আংশিক লকডাউন ঘোষণা করলো রাজ্য সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সমস্ত শপিং কমপ্লেক্স, মল, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, রেস্তোরাঁ, বার। বন্ধ থাকবে স্পোর্টস কমপ্লেক্স, জিম , সুইমিং পুল।
বাজার খোলা থাকবেখোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত। খোলা থাকবে ওষুধ ও মুদি দোকান। হোম ডেলিভারি চালু থাকবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

