Wednesday, December 17, 2025
রাজ্য​

পাঁচ ঘন্টা খোলা থাকবে বাজার-দোকান, আংশিক লকডাউন রাজ্যে

কলকাতা: করোনা ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। তাই রাজ্যে লাগু হল আংশিক লকডাউন। শুক্রবার থেকেই বন্ধ শপিং মল, সিনেমা হল, জিম, স্যুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে রেস্তোরাঁ, বিউটি পার্লার, স্পা।

অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি পরিষেবাগুলি নিষেধাজ্ঞার বাইরে থাকবে। খোলা থাকবে মুদিখানা ও ওষুধের দোকান। বিয়ে বাড়ির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, সকাল ৭টা থেকে ১০টা এবং ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার-দোকান। জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, সব রকমের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আপাতত নিষিদ্ধ। তবে হোম ডেলিভারির উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

শুক্রবার বিকালে নবান্নের তরফে জারি করা বিজ্ঞতিতে বলা হয়েছে, বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী বেশ কিছু বিধি-নিষেধ জারি করা হল। এখন থেকেই এই বিজ্ঞতি বলবৎ করা হল। পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত এই বিধি-নিষেধ জারি থাকবে।

২ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলতে হবে রাজনৈতিক দলগুলোর। উল্লেখ্য, কমিশন আগেই নির্দেশ দিয়েছে, যে দলই ভোটে জিতুক, কোনও বিজয় মিছিল করা যাবে না।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।