ফের অসমে ক্ষমতায় বিজেপিই, বলছে বুথ ফেরত সমীক্ষা
দিসপুর: ২ মে পশ্চিমবঙ্গ সহ দেশের ৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। বৃহস্পতিবার অষ্টম দফার ভোট মিটতেই সকলের নজর বুথ ফেরৎ সমীক্ষার দিকে। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে দেখে নিন বুথ ফেরৎ সমীক্ষা ফল-
১২৬ আসনের অসম বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার ৬৪। ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষা বলছে, ৭৫ থেকে ৮৫টি আসন পেয়ে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে ৪০ থেকে ৫০ টি আসন। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৪টি আসন।
Republic TV-CNX-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, রাজ্যে বিজেপি পেতে পারে ৭৪ থেকে ৮৪টি আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে ৪০ থেকে ৫০টি আসন। অন্যান্য দলগুলি পেতে পারে ১ থেকে ৩টি আসন।
Today’s Chanakya-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, অসমে বিজেপি পেতে পারে ৬১ থেকে ৭৯টি আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে ৪৭ থেকে ৬৫টি আসন। অন্যান্য দলগুলি পেতে পারে ০ থেকে ৩টি আসন।
ABP-CVoter-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, অসমে বিজেপি পেতে পারে ৫৮ থেকে ৭১টি আসন। উল্লেখ্য, ২০১৬ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ৮৬ টি আসন দখল করে ক্ষমতায় বসে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

