Wednesday, December 17, 2025
রাজ্য​

বাংলার মসনদে তৃণমূল নাকি বিজেপি? কি বলছে বুথ ফেরত সমীক্ষা

কলকাতা: বৃহস্পতিবার অষ্টম তথা শেষ দফার ভোট ছিল। যার ফলে ৩৪ দিনের জমজমাট ভোটের লড়াই শেষ হল। এখন একটাই প্রশ্ন জাগছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলার ভাগ্যাকাশে কার উদয় হচ্ছে, আর কে অস্তমিত হচ্ছে। ভোট শেষ হতেই সমীক্ষক সংস্থারা তাদের বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

টিভি ৯ বাংলার বুথ ফেরত সমীক্ষা বলছে, বাংলায় টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। রাজ্যের ২ আসনে ভোট হয়নি, তাই ২৯২ আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল পেতে পারে ১৪২ থেকে ১৫২টি আসন। বিজেপি পেতে পারে ১২৫ থেকে ১৩৫টি আসন। অন্যদিকে, বাম-কংগ্রেস-আইএসএফ জোট পেতে পারে ১৬ থেকে ২৬টি আসন।

সি- ভোটারের বুথ ফেরত সমীক্ষা বলেছে, রাজ্যে তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪ আসন। বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন এবং বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফের জোট তথা সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ২৫টি আসন।

চাণক্যর বুথফেরত সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে তৃণমূল-১৮০ টি আসন। বিজেপি পেতে পারে ১০৮টি আসন এবং সংযুক্ত মোর্চা পেতে পারে ৪টি আসন। CNX এর বুথ ফেরত সমীক্ষা বলছে, রাজ্যে তৃণমূল পেতে পারে ১২৮ থেকে ১৩৮টি আসন, বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৪৮টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে ১১ থেকে ২১টি আসন।

JAN KI BAT-এর সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পেতে পারে ১০৪ থেকে ১২১ টি আসন, বিজেপি পেতে পারে ১৬২ থেকে ১৮৫টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে ৩ থেকে ৯ টি আসন। উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষা হুবুহ মেলে না। তাই নবান্ন কাদের দখলে? উত্তর জানতে অপেক্ষা করতে হবে ২ মে অবধি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।