Sunday, November 23, 2025
Latestদেশ

37 Maoists Surrender in Telangana : তেলেঙ্গানায় শীর্ষ নেতা-সহ ৩৭ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তেলেঙ্গানায় মাওবাদী দমনে বড় সফলতা। রাজ্যের গোয়েন্দা-নির্ভর অভিযান, টানা দমন নীতি এবং পুনর্বাসন প্রকল্পের প্রভাবে এবার আত্মসমর্পণের পথ বেছে নিলেন তেলেঙ্গানা রাজ্য কমিটির শীর্ষ সদস্য-সহ মোট ৩৭ জন মাওবাদী। শনিবার হায়দ্রাবাদে রাজ্যের ডিজিপি বি শিবাধর রেড্ডির কাছে আত্মসমর্পণ করেন তারা।

এক দিনে বছরের অন্যতম বড় আত্মসমর্পণ

এই গণ-আত্মসমর্পণকে চলতি বছরে বৃহত্তম মাওবাদী আত্মসমর্পণ। তেলেঙ্গানায় নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র ভাঙন এত স্পষ্টভাবে এর আগে ধরা পড়েনি। নিরাপত্তা বাহিনীর দাবি—এটি তাঁদের ধারাবাহিক অভিযানের গুরুত্বপূর্ণ সাফল্য।

শীর্ষ নেতৃত্বের পতন

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন তেলেঙ্গানার মাওবাদী সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই মুখ—

কোয়্যাদা সাম্বাইয়া ওরফে আজাদ: ৪৯ বছরের এই নেতা প্রায় তিন দশক ধরে আন্দোলনের সঙ্গে যুক্ত।

আপ্পাসি নারায়ণ ওরফে রমেশ: সংগঠনের আরেক উল্লেখযোগ্য রাজ্য কমিটির নেতা।

এছাড়া দণ্ডকারণ্যের স্পেশাল জোনাল কমিটির সদস্য মুচাকি সোমাদা ওরফে এররা-ও আত্মসমর্পণ করেছেন। প্রশাসনের দাবি—পুরনো নেতৃত্বের এই পতন সংগঠনটির গভীর সংকটের ইঙ্গিত দেয়।

অস্ত্রসহ আত্মসমর্পণ

আত্মসমর্পণের সময় ক্যাডাররা পুলিশের কাছে তুলে দেন বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে—

১টি AK-47

২টি SLR

৪টি .303 রাইফেল

১টি G3 রাইফেল

৩৪৩ রাউন্ড তাজা গুলি

তরুণী ক্যাডারদের আত্মসমর্পণ 

৩৭ জনের মধ্যে ২৫ জনই মহিলা, যাদের অনেকের বয়স ২০-এর আশেপাশে। তাদের বক্তব্য—আদর্শগত মোহভঙ্গ, শারীরিক ক্লান্তি ও সরকারের কল্যাণমুখী প্রকল্পের সুবিধা গ্রহণের ইচ্ছাই তাঁদের এই পথে এনেছে। বিশেষজ্ঞদের মতে, তরুণ ক্যাডারদের এই দলত্যাগ ভবিষ্যতে সংগঠনের নিয়োগ ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

সাম্প্রতিক সংঘর্ষে চাপে মাওবাদীরা

দণ্ডকারণ্য, দক্ষিণ বস্তার এবং অন্ধ্র-তেলেঙ্গানা সীমান্তে সম্প্রতি একাধিক সংঘর্ষে বড়সড় ক্ষতির মুখে পড়ে মাওবাদীরা।

অন্ধ্রপ্রদেশের মারেডুমিলিতে সাম্প্রতিক অভিযানে প্রায় ৫০ জন মাওবাদী অপারেটিভ গ্রেপ্তার হন।

একই সংঘর্ষে নিহত হন কেন্দ্রীয় কমিটির সদস্য মাদভি হিদমা এবং আইইডি বিশেষজ্ঞ মেটুরি জোখা রাও ওরফে টেক শঙ্কর।

এই ধারাবাহিক সাফল্যই মাওবাদী কাঠামোকে ভেঙে দিয়েছে বলে মনে করছে প্রশাসন।

ডিজিপির বক্তব্য

ডিজিপি বি শিভাধর রেড্ডি আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে বলেন, “তেলেঙ্গানার বাসিন্দা এমন অন্তত ৬৪ জন মাওবাদী এখনও আত্মসমর্পণ করেননি। তাঁদের মধ্যে ৯ জনকে রাজ্যে সক্রিয় বলে চিহ্নিত করা হয়েছে।”

রাজ্য সরকারের দাবি—উদার পুনর্বাসন প্রকল্প এবং নিরাপত্তা বাহিনীর নজরদারি মিলিয়েই মাওবাদী দমনে নজিরবিহীন সাফল্য এসেছে।