Friday, January 9, 2026
Latestদেশ

Chhattisgarh: ছত্তিশগড়ে আত্মসমর্পণ করলেন ২৬ মাওবাদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ছত্তিশগড়ে মাওবাদ দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বুধবার সুকমা জেলায় পুলিশ ও আধাসেনা বাহিনীর কাছে অস্ত্রসমর্পণ করলেন ২৬ জন মাওবাদী। আত্মসমর্পণকারীদের মধ্যে ১৩ জনের মাথার উপর মোট ৬৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা ছিল। এই ঘটনাকে মাওবাদমুক্ত ভারতের লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন প্রশাসনিক মহল।

সূত্রের খবর, আত্মসমর্পণকারীদের মধ্যে ৭ জন মহিলা রয়েছেন। এদের মধ্যে রয়েছেন মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-র সক্রিয় সদস্যরা। পাশাপাশি দক্ষিণ বস্তার ডিভিশন এবং অন্ধ্র-ওড়িশা সীমান্তবর্তী ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ ক্যাডারও অস্ত্র জমা দিয়েছেন।

সুকমার পুলিশ সুপার কিরণ চহ্বান জানান, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন ধরে সুকমা, অবুঝমাড় এবং ওড়িশা সীমান্ত লাগোয়া এলাকায় একাধিক মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন। তাঁর কথায়, “নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযান, উন্নয়নমূলক কাজ এবং সরকারের আত্মসমর্পণ নীতির ফলেই মাওবাদীদের মধ্যে মূলস্রোতে ফেরার প্রবণতা বাড়ছে।”

আত্মসমর্পণকারীদের মধ্যে অন্যতম পরিচিত নাম মাওবাদী নেত্রী লালী ওরফে মুচাকি আয়তে লখমু। তাঁর মাথার উপর ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। লালীর আত্মসমর্পণকে বড় ধাক্কা হিসেবে দেখছে মাওবাদী সংগঠনগুলির অভ্যন্তরীণ কাঠামোর ক্ষেত্রে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। ছত্তিশগড়ে এই গণ-আত্মসমর্পণ সেই লক্ষ্যপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।