Monday, December 15, 2025
রাজ্য​

উচ্চমাধ্যমিক পড়ুয়াদের বিক্ষোভের জের, আরামবাগের স্কুলে নম্বর বাড়ল ১৩৭ ছাত্রীর

হুগলি: বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তবে পড়ুয়া এবং অভিভাবকদের অভিযোগ ত্রুটিপূর্ণ ভাবে মূল্যায়ন করা হয়েছে। হিসেবর থেকে কম নম্বর দেওয়া হয়েছে পড়ুয়াদের। আরামবাগ গার্লস হাই স্কুলের পড়ুয়ারা তীব্র প্রতিবাদ জানায়। বিক্ষোভ দেখানোর পর ১৩৭ জন ছাত্রীর নম্বর বেড়েছে।

আরামবাগ গার্লস হাই স্কুলের ওই ১৩৭ জন ছাত্রীর দাবি ছিল, প্রত্যাশা অনুযায়ী তাদের নম্বর কম এসেছে। দু’দিনের মধ্যে তাঁদের দাবিকে মান্যতা দিয়ে সংশোধন করা হয় মার্কশিট। প্রত্যাশা মতো সংশোধিত মার্কশিট পেয়ে খুশী ছাত্রীরা। প্রথমে ওই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী দেবলীনা দাস পেয়েছিলেন ৪৬৩ নম্বর। সংশোধিত মার্কশিট সে পেয়েছে ৪৮২ নম্বর।

দেবলীনা বলে, প্রথমে আমার নম্বর ছিল ৪৬৩। সংশোধিত মার্কশিটে হয়েছে ৪৮২। হিসেব অনুযায়ী ওটাই আসার কথা ছিল। দু’দিনের মধ্যে ফল সংশোধন করায় আমরা কৃতজ্ঞ। স্কুলেরই এক অভিভাবক জানান, মাধ্যমিক এবং একাদশ শ্রেণির রেজাল্ট হিসেব কষে আমার মেয়ে পেতে পারে, তা আন্দাজ করেছিলাম। তবে তার থেকে কম নম্বর আসায় হতাশ হয়ে পড়েছিলাম। এত দ্রুত ফল সংশোধন করায় খুব ভালো লাগছে।

আরামবাগ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্রী দে জানান, স্কুল কমিটির চেয়ারম্যানের সহযোগিতায় এবং স্কুলের কর্মীদের তৎপরতায় নম্বর সংশোধনের কাজ দ্রুত করা সম্ভব হয়েছে। হিসেবে কিছু সমস্যা ছিল। এখন সব মিটে গিয়েছে। ছাত্রীরা খুব খুশী হয়েছে। আমরাও খুশি হয়েছি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।