Wednesday, December 17, 2025
রাজ্য​

নিজের স্কুলেই হবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা

কলকাতা: করোনার সেকেন্ড ওয়েভ ভয়াবহ রূপ নিয়েছে। যার জেরে বাতিল করা হল একাদশ শ্রেণির পরীক্ষা। করোনার পরিস্থিতির জেরে এবার নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে, একাদশ শ্রেণিতে পরীক্ষা না দিয়েই দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়ে যাবেন পড়ুয়ারা। এমনটাই নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে বলেছে, কোভিড পরিস্থিতির জেরে এবছর ২০২১ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল করা হলো। একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার জন্য প্রত্যেক স্কুলের প্রধানকে নির্দেশ দেওয়া হল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার পরিস্থিতির জেরে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীদের নিজের স্কুলেই হবে। নির্ধারিত সূচি মেনে পরীক্ষা হবে। পরীক্ষা হবে বেলা ১২ টা থেকে ৩টে ১৫ অবধি। সংসদ আরও বলেছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছর কোভিড পরিস্থিতির জেরে বাতিল হয়ে যায় উচ্চ মাধ্যমিকের শেষ তিনটি পরীক্ষা। বাতিল হয়েছিল একাদশ শ্রেণির কয়েকটি বিষয়ের পরীক্ষাও। পূর্ববর্তী পরীক্ষার নম্বরের ভিত্তিতে ফল ঘোষণা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।