গত ৭ বছরের রেকর্ড ভেঙে বিপুল সংখ্যক পর্যটক কাশ্মীরে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগ জানিয়েছে, এই বছরের নভেম্বরে প্রায় ১ লাখ ২৭ হাজার পর্যটক কাশ্মীর (Kashmir) ভ্রমণ করেছেন। যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
জম্মু ও কাশ্মীর সরকারি কর্মকর্তাদের মতে, এই বছরের নভেম্বর মাসে মোট ১,২৭,৬০৫ জন পর্যটক কাশ্মীর পরিদর্শন করেছেন। যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। আধিকারিকরা শীতের মরসুমে কাশ্মীরে বিভিন্ন উৎসব আয়োজনের পরিকল্পনা করছেন।
কর্মকর্তার মতে, ২০২০ সালের নভেম্বরে ৬,৩২৭ পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছিলেন। যা এ বছরের চেয়ে অনেক কম। এএনআইয়ের সাথে কথা বলার সময়, কাশ্মীরের পর্যটনের পরিচালক ডঃ গুলাম নবী ইটু বলেন, নভেম্বর মাসে প্রায় ১ লাখ ২৭ হাজার পর্যটক কাশ্মীর পরিদর্শন করেছেন। এই বছরের অক্টোবরে ৯৭ হাজার পর্যটক এসেছেন, যা গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি। জোরদার পর্যটন প্রচার এবং আইকনিক উৎসবগুলির ফলে এই নয়া রেকর্ড তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
জম্মু বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্টের একজন অধ্যাপক পরিক্ষিত মানহাস বলেন, জম্মু ও কাশ্মীরে বিশেষ করে কাশ্মীরে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে এটাই প্রমাণ করছে বর্তমান সরকারের প্রচেষ্টা ফল দিচ্ছে এবং ছন্দে ফিরে আসছে উপত্যাকা। তবে, আরও প্রচেষ্টা প্রয়োজন। পর্যটন বিকাশে গতি আনতে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।