Sunday, November 23, 2025
আন্তর্জাতিক

‘আমরা BBC-র পাশে আছি’, দিল্লি ও মুম্বাইয়ে সংস্থার কার্যালয়ে আয়কর হানার পর বললো ব্রিটেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চলতি মাসে বিবিসির দিল্লি ও মুম্বাইয়ের কার্যালয়ে প্রায় ৬০ ঘণ্টা ‘সমীক্ষা’ চালায় আয়কর দফতর। বিবিসি কার্যালয়ে আয়কর হানার প্রেক্ষিতে ব্রিটেনের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে জরুরি ভিত্তিতে বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়। সেই প্রশ্নের জবাবে ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছে, ‘ভারতে বিবিসির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে পারবে না সরকার। তবে ‘শক্তিশালী গণতন্ত্র’-র গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং বাকস্বাধীনতার উপর জোর দেওয়া উচিত।’

ফরেন, কমনওয়েলথ এবং ডেভলপমেন্ট অফিসের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি ডেভিড রুটল বলেন, ‘ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে ব্রিটেনের। গঠনমূলকভাবে আলোচনা করা যেতে পারে।’

রুটল বলেন, ‘আমরা বিবিসির পাশে আছি। আমরা বিবিসিকে অর্থ জোগান দিই। আমরা মনে করি বিবিসির বিশ্বব্যাপী পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই বিবিসির সম্পাকদীয় স্বাধীনতা থাকুক।’

রুটলে আরও বলেন, ‘বিবিসি সরকারের সমালোচনা করে। বিবিসি বিরোধী দলের। ওদের স্বাধীনতা আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা বিশ্বাস করি। স্বাধীনতা হল মূল বিষয়। সেই বিষয়টি যাতে ভারতের সরকার-সহ বিশ্বব্যাপী আমাদের সব বন্ধুকে সেই গুরুত্ব জানাতে চাই।’