Mahua Moitra Poem For Umar Khalid: ‘তুমি জেগে উঠবে’, দিল্লি হিংসায় জেলবন্দি খালিদের জন্য কলম ধরলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় অভিযুক্ত উমর খালিদের জামিনের আবেদন সম্প্রতি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, খালিদের বিরুদ্ধে ‘গুরুতর ষড়যন্ত্রের প্রমাণ’ পাওয়া গিয়েছে। এই আবহে উমর খালিদের সমর্থনে প্রকাশ্যে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। বুধবার এক্সে উমরকে উদ্দেশ করে একটি কবিতা পোস্ট করেন তিনি। কবিতার শিরোনাম দেন, ‘তুমি জেগে উঠবে, উমর খালিদ’।
মহুয়ার কবিতায় ধরা পড়েছে প্রতিবাদ ও প্রতিরোধের সুর। কবিতার পংক্তিতে ইঙ্গিত, ইতিহাসে উমর খালিদকে নিয়ে মিথ্যে লেখা হতে পারে, তাকে দমিয়ে রাখার বা ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা চলতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি আবার মাথা তুলে দাঁড়াবেন—এই বার্তাই উঠে এসেছে কবিতার মূল ভাবনায়।
You Will Rise @UmarKhalidJNU
You may write me down in history
With your bitter, twisted lies,
You may trod me in the very dirt
But still, like dust, I’ll rise…
You may shoot me with your words,
You may cut me with your eyes,
You may kill me with your hatefulness,
But still,…— Mahua Moitra (@MahuaMoitra) January 7, 2026
কবিতায় আরও বলা হয়েছে, ঘৃণা, কটু কথা বা বিদ্বেষ উমর খালিদের লড়াই থামাতে পারবে না। প্রতীকী ভাষায় মহুয়া ইঙ্গিত দিয়েছেন, বর্তমান দমন-পীড়নের পর্ব অতিক্রম করেও শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ই জয়ী হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের দিল্লি হিংসার ঘটনায় ইউএপিএ-সহ একাধিক ধারায় অভিযুক্ত উমর খালিদ দীর্ঘদিন ধরে কারাবন্দি। ৫ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন অবস্থায় জেলে রয়েছেন তিনি। জামিন সংক্রান্ত একাধিক আবেদন নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত খারিজ হওয়ায় তার মুক্তি আপাতত অনিশ্চিত।


