Monday, January 19, 2026
Latestরাজ্য​

‘হিন্দু সধবা হয়ে হাতের নোয়া খুলবো কেন?’, SSC পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে গেলেন তরুণী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘদিন পর রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা। তবে রবিবার অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্র থেকে ফিরে গেলেন এক নববিবাহিত তরুণী। ঘটনাটি ঘটেছে কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ে মোট ৩৯৭ জন প্রার্থী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষার হলে প্রবেশের আগে নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী গ্যাজেটস এবং ধাতব পরীক্ষার্থীকে পরীক্ষা হলে ঢোকার আগে খুলতে বলা হয়েছিল। বিশেষত বিবাহিত মেয়েদের নোয়া-বালা খুলে পরীক্ষা হলে প্রবেশ করতে নির্দেশ দেওয়া হয়। পরীক্ষা কেন্দ্রে দামী জিনিসপত্র নিয়ে তা টোকেনের বিনিময়ে রাখার ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ।

তবে, সদ্য বিবাহিত ওই তরুণী নোয়া খুলতে অস্বীকৃতি জানায়। বলেন, “নতুন বিয়ে হয়েছে। আমি সধবা মেয়ে। আমার হাতে নোয়া-বালা খুলতে পারি না। এটা ধর্মীয় ও সামাজিক আবেগের সঙ্গে জড়িত। আমাকে নোয়া খুলতে বলা হয়েছে। আমি খুলতে রাজি নই।” এরপর তিনি বাধ্য হয়ে পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে যান। অন্য এক তরুণী প্রথমে আপত্তি জানালেও শেষ পর্যন্ত নোয়া খুলে পরীক্ষা দিতে প্রবেশ করেন।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, শুধুমাত্র ধাতব জিনিস হিসেবে নোয়া খুলতে বলা হয়েছিল, শাঁখা-পলা বা অন্য কোনও গহনা খোলার কথা বলা হয়নি।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন, “আমাদের কাছে এখনও পর্যন্ত এই ধরনের কোনও অভিযোগ এসে পৌঁছায়নি।”

এই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

তথ্যসূত্র: Hindu Voice