Friday, January 30, 2026
Latestদেশ

West Bengal: বৃদ্ধির হারে পশ্চিমবঙ্গের চেয়ে এগিয়ে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বলছে রিপোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার সংসদে পেশ করা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক সমীক্ষা রিপোর্ট (২০২৫–২৬) অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন (এনএসডিপি) ৯.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬.৩২ লাখ কোটি টাকায় পৌঁছেছে। আগের অর্থবর্ষের তুলনায় রাজ্যের আর্থিক বৃদ্ধির হার বেড়েছে, তবে বড় ও পড়শি রাজ্যগুলির সঙ্গে তুলনায় পশ্চিমবঙ্গ এখনও পিছিয়ে রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের এনএসডিপি ছিল ১৪.৮৫ লাখ কোটি টাকা এবং সেই বছরে বৃদ্ধির হার ছিল ৮.৯৪ শতাংশ। তার তুলনায় ২০২৪–২৫ সালে উন্নতি হলেও, তামিলনাড়ু (১৫.৭৬ শতাংশ) এবং উত্তরপ্রদেশের (১২.৬৪ শতাংশ) মতো বড় রাজ্যগুলির তুলনায় রাজ্যের বৃদ্ধির গতি কম।

পূর্ব ভারতের পড়শি রাজ্যগুলির সঙ্গেও তুলনায় পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। আর্থিক সমীক্ষা জানাচ্ছে, ২০২৪–২৫ সালে বিহারের এনএসডিপি বৃদ্ধি হয়েছে ১৩.০৭ শতাংশ, ওড়িশায় ১৩.০৪ শতাংশ এবং ঝাড়খণ্ডে ১০.৮৮ শতাংশ। এই তিন রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার কম।

তবে সব রাজ্যের তুলনায় পিছিয়ে নয় পশ্চিমবঙ্গ। উত্তর ভারতের কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তুলনায় রাজ্যের অবস্থান ভালো। রিপোর্ট অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবর্ষে পাঞ্জাবের এনএসডিপি বৃদ্ধি ৯.১২ শতাংশ এবং দিল্লির ৯.২৮ শতাংশ, যা পশ্চিমবঙ্গের চেয়ে কম। একই সময়ে কর্ণাটকে এনএসডিপি বৃদ্ধি হয়েছে ১২.৭৯ শতাংশ এবং অন্ধ্রপ্রদেশে ১২.২৮ শতাংশ।

উল্লেখ্য, অতিমারি-পরবর্তী সময়ে অর্থাৎ ২০২১–২২ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের এনএসডিপি বৃদ্ধির হার ছিল ১৭.৫৫ শতাংশ। সেই উচ্চ বৃদ্ধির পরবর্তী পর্যায়ে সাম্প্রতিক বছরগুলিতে রাজ্যের অর্থনৈতিক গতি তুলনামূলকভাবে মন্থর হয়েছে বলে আর্থিক সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে।