Friday, December 19, 2025
রাজ্য​

আগামীকাল উচ্চ মাধ্যমিকের ফল

কলকাতা: প্রতীক্ষার অবসান। ২২ জুলাই, বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তাই মাধ্যমিকের মতই উচ্চ মাধ্যমিকেরও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ণ করা হয়েছে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২২ জুলাই দুপুর ৩ টায় আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশিত হবে। বিকাল ৪ টা থেকে বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপস, এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

যে ওয়েবসাইট গুলির মাধ্যমে রেজাল্ট জানা যাবে-
https://www.results.shiksha/

https://wbresults.nic.in/
https://www.exametc.com
https://www.westbengal.shiksha
https://www.indiaresults.com
https://www.jagranjosh.com

এমএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে- WB12 space <Roll number > লিখে পাঠান ৫৬০৭০ নম্বরে। ২৩ জুলাই সকাল ১১টা থেকে সংশ্লিষ্ট স্কুল থেকে মার্কশিট, সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

উল্লেখ্য, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লাখ। তাঁদের রেজাল্ট তৈরি হয়েছে মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিক্যাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে। নম্বরে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসতে পারবে পরীক্ষার্থীরা। তবে সেক্ষেত্রে ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বর চূড়ান্ত বলে গণ্য হবে।