Mahatma-Shree: মনরেগা বদলে ‘জি রাম জি’ কেন্দ্রের, কর্মশ্রীকে ‘মহাত্মা-শ্রী’ করলো মমতা সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে ‘মহাত্মা-শ্রী’ রাখল পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে কর্মশ্রী প্রকল্প নতুন নামেই চলবে। পাশাপাশি জবকার্ডধারী শ্রমিকদের বিভিন্ন দফতরের মাধ্যমে কাজ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রকল্পে কর্মদিবস ৭৫ থেকে বাড়িয়ে ১০০ দিন করা হয়েছে।
বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত বাণিজ্য কনক্লেভের মঞ্চ থেকেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া লজ্জার। যদি কেন্দ্র জাতির পিতাকে সম্মান না করে, রাজ্য করবে।” তাঁর দাবি, নেতাজি থেকে গান্ধীজি সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মান জানানো রাজ্যের দায়িত্ব।
উল্লেখ্য, সম্প্রতি লোকসভায় ‘জি রাম জি’ বিল পাশ করিয়েছে কেন্দ্র। এই বিলে মনরেগার নাম বদলে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন’ করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি কর্মদিবস ১০০ থেকে ১২৫ দিন করা হয়েছে। কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশে নামানো হয়েছে। এতে রাজ্যগুলির উপর আর্থিক চাপ বাড়বে বলে অভিযোগ বিরোধীদের।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ ও সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছে ইন্ডিয়া জোট। সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গের নেতৃত্বে প্রতিবাদ মিছিলও হয়। রাজ্যের ‘মহাত্মা-শ্রী’ নামকরণকে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতীকী পাল্টা বার্তা বলেই দেখছে রাজনৈতিক মহল।


