Mamata Banerjee on SIR : ‘আপাতত SIR থামান’, নির্বাচন কমিশনকে চিঠি মমতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলওদের উপর অতিরিক্ত কাজের চাপ এবং অপর্যাপ্ত পরিকাঠামোর কথা উল্লেখ করে তিনি জানান, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। ফলে ভুলভ্রান্তির সম্ভাবনা বাড়বে এবং সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন।
চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পরিস্থিতির গুরুত্ব বুঝে সহায়তা করার বদলে কলকাতার সিইও দপ্তর বিএলওদের ‘ভয়’ দেখাচ্ছে। অভিযোগ, শোকজ নোটিশ দেওয়া হচ্ছে এবং কড়া শাস্তিমূলক ব্যবস্থার হুমকিও দেওয়া হচ্ছে মাঠপর্যায়ের কর্মীদের। কমিশন গ্রাউন্ড রিয়্যালিটি বুঝতে চাইছে না বলেই দাবি মুখ্যমন্ত্রীর।
এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যে এক বিএলও-র মৃত্যুর অভিযোগ উঠেছে। আরও কয়েকজন অসুস্থ বলে অভিযোগ। পাশাপাশি আতঙ্কে আত্মহত্যার ঘটনাও সামনে আসছে। এই পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি সমাজমাধ্যমেও বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছিলেন—চিঠিতে সে কথাও উল্লেখ করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ৪ ডিসেম্বরের মধ্যে সব বিধানসভার ভোটারদের তথ্য আপলোড করা আদৌ সম্ভব কিনা তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। প্রবল চাপে ভুল তথ্য জমা পড়ার আশঙ্কা রয়েছে, যা প্রকৃত ভোটারদের ভোটাধিকার থেকেও বঞ্চিত করতে পারে।
পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, অপ্রতুল পরিকাঠামো এবং বিএলওদের উপর চাপের নানা দিকও চিঠিতে তুলে ধরেছেন তিনি। পরিস্থিতি ‘উদ্বেগজনক’ বলেই মন্তব্য করে, এসআইআর প্রক্রিয়া আপাতত স্থগিত করার দাবি জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে।


