‘ভারত যদি ক্রিকেট খেলতে পারে, তাহলে সোনম পাকিস্তানে যেতে পারবেন না কেন’, প্রশ্ন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: লাদাখের পরিবেশকর্মী এবং শিক্ষা সংস্কারক স্বামী সোনম ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে সরব হলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে অ্যাংমো। পাকিস্তানের সঙ্গে ওয়াংচুকের ‘যোগ’ নিয়ে তদন্ত চলছে বলে লাদাখ পুলিশ জানালেও, সেই অভিযোগকে ভিত্তিহীন এবং অপমানজনক বলেছেন তিনি।
পাকিস্তান সফর নিয়ে ব্যাখ্যা
রবিবার সামাজিক মাধ্যমে গীতাঞ্জলি লিখেছেন, গত ফেব্রুয়ারিতে তাঁদের পাকিস্তান যাওয়া শুধুই রাষ্ট্রপুঞ্জ ও পাক সংবাদমাধ্যম আয়োজিত “ব্রিদ পাকিস্তান” জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার জন্য। তাঁর কথায়, “ভারত যদি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে পারে, তা হলে দেশের একজন বীর (সোনম ওয়াংচুক) সেখানে রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে যোগ দিতে পারবেন না কেন?”
তিনি আরও জানান, ওই সম্মেলনে ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জলবায়ু উদ্যোগের প্রশংসা করেছিলেন। অথচ আজ তাঁর পাকিস্তান সফর নিয়েই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
চরবৃত্তির অভিযোগে ক্ষোভ
সম্প্রতি লাদাখে এক ব্যক্তিকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, তিনি নাকি ওয়াংচুকের বিক্ষোভ কর্মসূচির ভিডিও সীমান্তের ওপারে পাঠাতেন। এই প্রসঙ্গে গীতাঞ্জলি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আঙুল তোলেন। তাঁর বক্তব্য, “এটা তো তাহলে স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। যদি পাকিস্তানের চর লাদাখে ঘুরে বেড়ায়, তা হলে তারা কী করছে? আমি তাদের উত্তর চাই।”
আন্দোলনের কারণেই হেনস্থা?
গীতাঞ্জলির অভিযোগ, লাদাখে স্বতন্ত্র আইনসভা এবং ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে গত চার বছর ধরে স্বামীকে হেনস্থা করা হচ্ছে। লাদাখের সাম্প্রতিক অশান্তির দায়ও তিনি নিরাপত্তা বাহিনীর উপর চাপান।
গত বুধবার পৃথক রাজ্যের দাবিতে বিক্ষোভ চলাকালীন লাদাখে চার জন নিহত হন, আহত হন আরও অনেকে। এর পরেই শুক্রবার ওয়াংচুককে গ্রেফতার করে লাদাখ পুলিশ। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (NSA) অনুযায়ী মামলা রুজু হয়েছে। বর্তমানে তাঁকে রাজস্থানের জোধপুরের এক জেলে রাখা হয়েছে।
পুলিশের দাবি
লাদাখের ডিজিপি এসডি সিংহ জামওয়াল শনিবার জানান, ওয়াংচুকের জন্যই গত বুধবারের অশান্তি ছড়িয়েছিল। তাঁর কথায়, “তদন্তে যা পাওয়া গিয়েছে, তা এখনই প্রকাশ্যে আনা যাবে না। তদন্ত প্রক্রিয়া চলছে। ওয়াংচুকের অতীত এবং প্রোফাইল চাইলে ইউটিউবেই খুঁজে পাওয়া যাবে।”