Tuesday, November 11, 2025
Latestদেশ

Vande Bharat Trains : যোগী রাজ্যে ৪টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক:  শনিবার বারাণসী থেকে  ৪টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেনারস-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এরনাকুলাম-বেঙ্গালুরু— এই চারটি নতুন রুটে চলবে দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেস।

প্রধানমন্ত্রী মোদী ট্রেনগুলির উদ্বোধন করেন। এরপর মোদী বলেন, “বন্দে ভারত, নমো ভারত এবং অমৃত ভারত ট্রেন— এরা দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করছে। আধুনিক ভারতের গতিকে ত্বরান্বিত করছে এই উদ্যোগ।”

কেন্দ্রের রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই নতুন ট্রেনগুলি যাত্রীদের ভ্রমণকে করবে আরও আরামদায়ক ও সময় সাশ্রয়ী। একই সঙ্গে দেশজুড়ে পর্যটন, বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদী সরকার।

বেনারস-খাজুরাহো বন্দে ভারত

বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট ও খাজুরাহোকে যুক্ত করছে এই রুট। পর্যটন দিক থেকে গুরুত্বপূর্ণ এই স্টেশনগুলির মধ্যে যোগাযোগ অনেক সহজ হবে। অন্য ট্রেনের তুলনায় প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট সময় কম লাগবে এই বন্দে ভারতে।

লখনউ-সাহারানপুর বন্দে ভারত

প্রায় ৭ ঘণ্টা ৪৫ মিনিটে এই ট্রেন পৌঁছবে সাহারানপুরে, যা প্রচলিত সময়ের তুলনায় প্রায় এক ঘণ্টা দ্রুত। রুটে পড়ছে লখনউ, সীতাপুর, শাহজাহানপুর, বরেলি, মোরাদাবাদ, বিজনৌর ও সাহারানপুর। উত্তরপ্রদেশের অভ্যন্তরীণ সংযোগ এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই রুট।

ফিরোজপুর-দিল্লি বন্দে ভারত

মাত্র ৬ ঘণ্টা ৪০ মিনিটে ফিরোজপুর থেকে দিল্লি পৌঁছবে এই ট্রেন। দিল্লি, ভাতিন্ডা, পাতিয়ালা ও ফিরোজপুরের মধ্যে দ্রুত যোগাযোগ গড়ে তুলবে এই রেল পরিষেবা। পাঞ্জাব ও রাজধানী অঞ্চলের মধ্যে বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ।

এরনাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত

দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে ট্রেনটি এরনাকুলাম থেকে বেঙ্গালুরু পৌঁছবে মাত্র ৮ ঘণ্টা ৪০ মিনিটে। দুই ঘণ্টারও বেশি সময় বাঁচবে যাত্রীদের। কেরালা, তামিলনাড়ু ও কর্নাটকের তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পে গতি আনবে এই নতুন সংযোগ।

ওয়াকিবহাল মহলের মতে, দেশের রেল পরিকাঠামোয় আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং সময়নিষ্ঠ পরিষেবা নিশ্চিত করাই বন্দে ভারত প্রকল্পের মূল লক্ষ্য। কেন্দ্রের দাবি, আগামী কয়েক বছরের মধ্যে দেশের প্রতিটি বড় শহর জুড়বে বন্দে ভারত পরিষেবার আওতায়।