বর্ষবরণের রাতে আমেরিকায় জঙ্গি হামলার ছক, ইসলামিক স্টেটের ষড়যন্ত্র বানচাল করল FBI
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বর্ষবরণের রাতে আমেরিকাকে ফের রক্তাক্ত করার ছক কষেছিল ইসলামিক স্টেট (ISIS)। উত্তর ক্যারোলিনায় সাধারণ মানুষ ও পুলিশকর্মীদের লক্ষ্য করে ভয়ংকর হামলার পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই জঙ্গি ষড়যন্ত্র বানচাল করে দিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ক্রিস্টিয়ান স্টারডিভ্যান্ট নামে এক যুবককে।
এফবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত ক্রিস্টিয়ানের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল ইসলামিক স্টেটের জঙ্গিদের। বর্ষবরণের রাতে একটি খাবারের দোকান ও জনবহুল এলাকায় ছুরি হামলার ছক করেছিল সে। শুধু সাধারণ মানুষ নয়, পুলিশকর্মীদের উপরও বড়সড় হামলার পরিকল্পনা ছিল অভিযুক্তের। গোটা ষড়যন্ত্রই ইসলামিক স্টেটের মদতে করা হচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে।
এই প্রসঙ্গে এফবিআই একটি বিবৃতি জারি করেছে। সংস্থার প্রধান, ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল জানান, “বর্ষবরণের রাতে একটি সম্ভাব্য জঙ্গি হামলা আমরা ব্যর্থ করেছি। এই হামলার ষড়যন্ত্রের নেপথ্যে ছিল ইসলামিক স্টেট।”
এফবিআই আরও জানিয়েছে, ক্রিস্টিয়ান নাবালক থাকাকালীনই সন্দেহভাজনের তালিকায় ছিল। সমাজমাধ্যমে একাধিকবার ইসলামিক স্টেটের প্রশংসা করতে দেখা গিয়েছিল তাকে। সেই সময়েই ইউরোপে থাকা আইএস হ্যান্ডলারদের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। তাদের প্ররোচনাতেই আমেরিকায় হামলার পরিকল্পনা করছিল সে।
অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা বিপুল পরিমাণ ধারাল অস্ত্র ও একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন। পাশাপাশি, হাতে লেখা একটি নোটও পাওয়া গেছে, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, ‘নতুন বছরে হামলা ২০২৬’।
এই ঘটনার পর ফের একবার আমেরিকায় জঙ্গি হুমকি নিয়ে উদ্বেগ বাড়ল। তবে গোয়েন্দা তৎপরতায় বড়সড় নাশকতা এড়ানো সম্ভব হয়েছে বলেই দাবি এফবিআইয়ের।


