দলের একাংশের দুর্নীতির জন্য মমতার ছবির নীচে সততার প্রতীক লেখা যাচ্ছে না: উদয়ন গুহ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কয়লা চুরি, গরু পাচার, নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে জেরবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের একাধিক নেতা-কর্মীর নাম জড়িয়েছে দুর্নীতিতে। ধৃতদের জেরা করে আরও নতুন নতুন নাম সামনে উঠে আসছে। দুর্নীতি বললে বোধহয় ভুল হবে, সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি দেখা গেছে, গ্রুপ-সি নিয়োগের ক্ষেত্রে ৯০ শতাংশ OMR শিটে কারচুপি। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রকাশ্যেই আক্ষেপ করলেন।
উদয়ন গুহ বললেন, “এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে সততার প্রতীক লেখা যাচ্ছে না৷ এর জন্য দলের নেতাদের একাংশই দায়ী।”
রবিবার তিনি বলেন, “সততার প্রতীক নিয়ে কথা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছবির নীচে লিখতে পারেন সততার প্রতীক। তাঁর ১০০ শতাংশ অধিকার আছে। কিন্তু আমাদের মতো কিছু উদয়ন গুহ থাকার জন্য ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছবির নিচে সততার প্রতি লিখতে পারছেন না। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নন। আমরা উদয়ন গুহরা দায়ী। আমরা কাউকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছি, ঘর দেওয়ার নামে টাকা নিয়েছি।”
উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে যেভাবে একের পর নেতা-কর্মীদের নাম দুর্নীতিতে ছড়াচ্ছে। তাতে করে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।

