মুস্তাফিজুরকে দলে নেওয়ায় শাহরুখকে ‘দেশের গদ্দার’ বললেন বিজেপি নেতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: লাগাতার ভারতবিরোধী মন্তব্য এবং বাংলাদেশে হিন্দু যুবককে খুনের ঘটনায় ভারত–বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এই আবহেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন দলের মালিক শাহরুখ খান।
২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন মুস্তাফিজুর রহমান। ওই মরসুমে ৯ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছিলেন। তবে ২০২৫ আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে যান এই বাঁ-হাতি পেসার। পরে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্ত হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনটি ম্যাচ খেলার সুযোগ পান মুস্তাফিজুর। তাতেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই গিয়েছিল।
২০২৬ সালের নিলামে মুস্তাফিজুরের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। মিনি নিলামে তাকে দলে নিতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। তবে শেষ পর্যন্ত বিডে ৯ কোটি ২০ লক্ষ টাকায় এই বাংলাদেশি পেসারকে দলে নেয় কেকেআর। আইপিএলের ইতিহাসে এটিই কোনও বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম।
এই সিদ্ধান্তের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন শাহরুখ খান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একাধিক রাজনৈতিক নেতার ভারতবিরোধী মন্তব্য এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। সেই প্রেক্ষাপটে একাংশের দাবি, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করা উচিত।
এই বিতর্কের মধ্যেই এবার সরাসরি কটাক্ষ করলেন বিজেপি নেতা সঙ্গীত সোম। এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যদি রহমানের মতো খেলোয়াড় ভারতে খেলতে আসে, তবে তারা বিমানবন্দর থেকে বের হতে পারবে না।” পাশাপাশি শাহরুখ খানকে আক্রমণ করে তিনি বলেন, “শাহরুখ খানের মতো বিশ্বাসঘাতকদের বোঝা উচিত, যে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সেই দেশের মানুষই তাকে এতদূর নিয়ে এসেছে।”
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ও ক্রীড়াজগতে বিতর্ক শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে শাহরুখ খান বা কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


